স্বপ্নের সেই প্রথম দিন
রাকিব হাসান ফেরদৌস
২০২২ সালের ২১-এ ডিসেম্বর বুধবার,
তার সাথে প্রথম দেখা হয়েছিলো আমার।
প্রথম স্পর্শ আর তার হাতখানা ধরে,
অনেকক্ষণ মতবিনিময় দিনাজপুর সুখ-সাগরে।
দুজনে লাল-লাল মেচিং ড্রেস পরে,
চলেছিলাম একসাথে সকাল ১০ টার ট্রেনে চড়ে।
পুরোটাই যেনো ছিলো স্বপ্নের মতো রঙ্গিন,
স্বপ্নের সেই প্রথম দিন।
চোখে মুখে ছিলো তার এক অদ্ভুত মায়া,
দুচোখ যেনো ফিরাতেই পারছিলাম না ।
দেখে তার মুখের মায়াবী হাসি,
বার বার বলতে ইচ্ছে করছিলো আমি তাকে কতটা ভালোবাসি ।
মাঝে মাঝেই ভেসে উঠে চোখে সবগুলো সৃতি,
আরো যেনো জেগে উঠে তার প্রতি ভালোবাসার অনুভূতি।
ফিরে আসুক বারে বারে সেই পথচলা বাঁধাহীন,
স্বপ্নের সেই প্রথম দিন।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.