স্বপ্ন
মারুফা ইসলাম সূর্মী
স্বপ্ন নামের রঙিন ক্যানভাসে যখন
চোখ বুলিয়ে যাই,
হাজারো স্বপ্নের ভীড়ে আমি জীবনটাকে সাজাই।।
জীবন লক্ষ্যের পিছনে ছুটে আসে যখন ক্লান্তি
স্বপ্ন পায়রা উড়াল দেয় তখন
আসে মনে প্রশান্তি।।
জীবন নামের মরীচিকার পেছনে
ছুটে চলেছি রোজ,
যাচ্ছে দিন কমছে হায়াত
রাখছি না তার খোঁজ।।
দিন শেষে রাত্রি নামে ঘনীয়ে কালো আঁধার,
জীবন তরীর নৌকা যেন
ডুবে যায় বার বার।।
স্বপ্ন তো সাজাই আমি মনের গহীন কোনে,
যাবো একদিন ইনশাআল্লাহ আমি
আমার স্বপ্নের সেই শহরে।।
কাছ থেকে দেখবো আমি আমার নবীর রওজা,
লাব্বাঈক লাব্বাঈক ধ্বনিতে আমি
তাওয়াফ করবো কাবা।।
প্রতিনিয়ত স্বপ্ন যেন করে মনে ভীড়,
শহীদ ভেসে শহীদি কাফনে ঢাকবে আমার শরীর।।
স্বপ্ন তো দেখিই আমি নিত্যনতুন দিন,
হবে কি পূরণ স্বপ্ন আমার ভাবি অন্তহীন।।
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
কবিতার শিরোনাম সুখটা কেড়ে নিলি, কলমে আমিনুল ইসলাম
প্রবন্ধের শিরোনাম ইচ্ছের প্রাধান্য, কলমে তাসলিমা আক্তার
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.