স্যারের হস্ত মোর খাতা
শেখ মুজাহিদ
স্যারের হস্ত মোর খাতা, নির্বাচনী বাংলা পরিক্ষা।
ক্লাসরুম মস্ত বড় আমি বসে একেলা।
সবার হস্ত চলিতেছে আমি শূন্যের নিস্তব্ধতা।
বসে বসে কবিতা চরণ, করিতেছে বারণ
তুলনা করিয়াছি মহা নারায়ণ।
মোর বলিতে এত মধু,
খাতা দিতে চাহিলে স্যারের পূর্ব ঘটনা স্মরণ।
স্যার আপনি মহা নারায়ণ
খাতা ফিরিয়ে দিন আপনি বড়ই ন্যায়পরায়ণ।
তবুও বোকা-দাচু দিলোনা খাতা,
কি করিবো মোর উচিত কক্ষ প্রস্থান করা।
স্যারও মুসকি হাঁসি ওপরে গম্ভীরতা,
বুঝিয়েছেন তিনি প্রচন্ড রগচটা।
দীর্ঘশ্বাস ফেলে নৈঃশব্দে কথা
জানি না কি হয় পাশ হতেও পারে নতুবা না।
ক্যাম্পাসের বাহিরে মস্ত এক রেস্তোরাঁ,
করিয়াছি নিবারণ দ্বিপ্রহরের ক্ষুধা।
নিয়মিত পড়ুন এবং লেখুন জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্য ও অনুমতি প্লাটফর্মে
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.