বাংলা নববর্ষ | শুভ নববর্ষ নিয়ে ৫টি সেরা কবিতা
বাংলা নববর্ষ শাহজালাল সুজন বছর ঘুরে এলো আবার নববর্ষের দিন, শুভ্র মেঘে ভেসে বেড়ায় সমীরণে বীণ। বাঙালি তাই আপন মনে হরেক সাজে রয়, নববর্ষের এই দিনেতে খুশির জোয়ার বয়। বাংলার ঘরে ছড়িয়ে যায় পিঠা পুলির ঘ্রাণ, উৎসবমুখর পরিবেশে জুড়ায় আঁখি প্রাণ। বৈশাখ মাসে প্রথম দিনে বাউল আসর হয়, ঐতিহ্যটা দেশ বাংলাতে করে আলোকময়। সাদামাটা পোশাক […]









