ভাতের সৌন্দর্য কলমে দীন মুহাম্মদ
ভাতের সৌন্দর্য দীন মুহাম্মদ কবি,আপনার প্যাটে ভাত আছে আপনি চান নিয়া কবিতা ল্যাহেন জোছনা নিয়া কবিতা ল্যাহেন। আমাগে ভাঙ্গা চালের ফাঁক দিয়া চান দ্যাহা যায় ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়া জোছনা দ্যাহা যায় বিশ্বাস করেন কবি,চাঁন্দের চে ভাতের থাল সুন্দর জোছনার চে ভাতের সৌন্দর্য অনেক বেশি। আমাগে প্যাটে ভাত নাই,ক্ষিদার বড় কষ্ট চান খাওয়া যায় না, […]