ভালোবাসার হাতে খড়ি কলমে মাহমুদ হায়াত
ভালোবাসার হাতে খড়ি মাহমুদ হায়াত অপ্রকৃতস্হ একটা জলের প্রপাতে নিলাভ জোছনার স্নিগ্ধ আলোর দ্যুতি, কখন যে অজান্তে ছায়া ফেলেছে তাতে। আমি বুঝিনি স্বচ্ছ সে মধুর মুরতি, তখনো অস্পষ্ট ভালোবাসা কারে বলে স্তব্ধ জল আর রোদের সে লুকোচুরি। ধীরে ধীরে বুকে বাসা বাঁধে নানাছলে, অজান্তে হয় ভালোবাসার হাতে খড়ি। আর সেই আবরণহীন সুখগুলো বুকে করে সুখের […]