মাদিনা কলমে মারুফা ইসলাম সূর্মী
মাদিনা মারুফা ইসলাম সূর্মী চাঁদের আলোর ঝাপসা ছায়ায় পড়ছে মনে ভাবছি তোমায় মনের মাঝে ভয়ের শঙ্কা তোমায় দেখার প্রবল আশা বিভোর থাকে মনমহনায় মন যে আমার সে কি মানে ছুটে চলে দূর মাদিনায়।। ঝিঁঝিঁ ডাকে , আলো বিলায় জোনাকি, সেই আলোতে তোমায় খুঁজি শীতল মিষ্টি হাওয়ায় মন যে আমার সে কি মানে ছুটে চলে দূর […]