তুলনাহীন কলমে রেজওয়ানা ইসলাম রিমি
তুলনাহীন রেজওয়ানা ইসলাম রিমি কার সাথে কার তুলনা করছো বলোতো? তোমার সাত জন্মের কপাল ওরকম একজন মা পেয়েছিলে। তোমরা ছয় ভাইবোন ছোট থাকাতেই তোমাদের বাবা গত হয়। সেই থেকে সেলাই করে,অন্যের বাসায় কাজ করে, হাজার কথা শুনে তোমাদের বড় করেছে! এইতো সেবার,কিহ ভীষণ জ্বর তোমার মায়ের,বারান্দায় পিছলে পড়ে কোমরেও ব্যথা পেয়েছে,হাঁটতে পারেনা ঠিকমত তেমন সময় […]