দেখা হবে যেদিন আবার কলমে আসমা উল হুসনা তিথী

দেখা হবে যেদিন আবার
কলমে আসমা উল হুসনা তিথী

দেখা হবে যেদিন আবার
গোলাপ নিয়ে এসো,
ঘন্টা খানেক সময় নিয়ে
আমার পাশে বসো ।

তোমার মনের লুকিয়ে রাখা
কষ্ট গুলো ভুলে,
গোলাপ গুলো আলতো করে
খোপায় দিও গুজে ।

হাতের মাঝে হাত রেখে
একটু ভরসা দিও,
চোখের ভাঁজে মনের মাঝে
ভালোবাসা দিয়ে যেও ।

 

কবি পরিচিতঃ আসমা উল হুসনা তিথী। ২০০৩ সালের পহেলা জানুয়ারি রংপুর জেলা, পীরগাছা উপজেলার চৌধুরানী (সুবিদ) গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা: মৃত আবুল কালাম আজাদ ও মাতা: আমেনা বানু। ২০১৯ সালে চৌধুরানী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবং ২০২১ সালে ডা. এম. আই. পাটোয়ারী টেকনিক্যাল এন্ড ভকেশনাল ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ৷ তিনি বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী । হাই স্কুল জীবন থেকেই লেখা লেখি শুরু । তিনি একজন সাহিত্য প্রেমী মানুষ।

আরো পড়ুনঃ  যদি সুখ পাও কলমে রবিউল আলম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *