শেষ উপহার তুমি ৪র্থ পর্ব

শেষ উপহার তুমি ৪র্থ পর্ব
লেখিকা মাহী সুলতানা রুমা

_____ আরশি চমকে উঠে বলে হুম প্রেমে পড়ার মতো ই । আপসোস হয় আমার ..!

___অনু জিজ্ঞেস করে কেনো?

____ আরুশি বলে কারন আমি ছেলে হলে তোকে বউ করে রেখে দিতাম । কিন্তু এখন হিংসে হবে যখন তুই অন্য ছেলেকে ভালোবাসবি বিয়ে করবি।

___ অনু হাসতে হাসতে লাল হয়ে গেছে । আর বলে তোকে নিয়ে আর পারি না ।

চল ক্লাসে এ আজ আমাদের প্রথম ক্লাস সামনে কিন্তু আমাদের ssc পরীক্ষা তাইনা।

এই বলে দুইজন ক্লাসে চলে যাই। আরশির একটা কাজ ছিলো তাই সে চলে গেছে । অনু যাওয়ার সময় কারো সাথে ধাক্কা খেয়ে পডে যেতে নিলে সামনে থাকা লোকটি অনুকে শক্ত করে ধরে পেলে । আর অনু গিয়ে ওই লোকটির বুকের সাথে হামাগুড়ি খেলো। অনু একটু একটু চোখ খুলে তাকিয়ে দেখে একটা ছেলে । অনুর কেমন একটা অনুভূতি হচ্ছে ।আর এই দিকে কারো হাঁসির আওয়াজে অনু আর ছেলেটি ওই হাঁসির আওয়াজের দিকে তাকাই..!

___তুলি এবং বৃষ্টি দাডিয়ে হাসতেছে।

___ অনু এবার রেগে গেলো ছেলেটিকে বলে মেয়ে মানুষ দেখলে কি গায়ে পডার ইচ্ছে আছে আপনার ?? ছাড়ুন বলছি ..!

___ ছেলেটি হঠাৎ করেই ছেডে দিলো ।

__অনু পড়ে গেলো মুখ থেকে উহুঁ একটা শব্দ বের হলো তখন আরু ছেলেটির উদ্দেশ্যে বললো এই তে মিস্টার এইটা আপনি কি করলেন?

__ছেলেটি বাঁকা হাঁসে এবং উওর দিলো এই যে সুন্দরী আপনি ই তো আমাকে ছেড়ে দিতে বললেন ..!

__ অনু বলে ছেডে দিতে বললেই এই ভাবে ছেডে দিবেন অসভ্য লোক একটা

___ ছেলেটি দুষ্টুমি কন্ঠে বলে ঠিক আছে নেক্সট টাইম দেখা হলে জড়িয়ে রাখবো।

আরো পড়ুনঃ  অন্যরকম তুমি, সমাপ্তি পর্ব।

এই দিকে আনু রেগে ছেলেটির সাথে ঝগড়া শুরু করলো ।

তারপর ছেলেটি চলে গেলো।

___তুলি এবং বৃষ্টি কে দেখে অনু তো অবাক হয়ে গেলো । ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এতোদিন পর কলেজে আর ওদের কি হয়েছিলো । জানিস আমি আর আরুশি তোদের কতো মিস করেছি ??
(তুলি ,বৃষ্টি, অনু, আরশি , এরা চারজন এক টিম )

____ তুলি এবং বৃষ্টি সব ঘটনা খুলে বলে তারপর বলে আরুশি কোথায় ।

___ অনু বলে ক্লাস এ ..
৩ জন ক্লাস এ চলে গেলো ।

আর ক্লাস শেষ করে আরুশি তো ওদের দুইজন কে দেখে অবাক হলো ।

__~তুলি আর বৃষ্টি অনুকে এক ধাক্কা মেরে আরুশি র কাছে গিয়ে বলে জানিস আরু আজ কি হয়েছে ?

____ আরুশি বলে আল্লাহ তোরা আসলি আর এখন আমার কানের ১২ টা বাজাবি ( মনে মনে বল্লো)

____তুলি বলে কিছু বলেছিস আরু?

না কিছু বলি নি তোরা কি যেন বলতে গেছোত ??

অনু কে ইশারায় বলে কুচ কুচ হো গিয়া মেরা দোস্তিকো??

___আরশি অবাক হয়ে জিজ্ঞেস করে কি হইছে অনুর?

তুলি সব ঘটনা খুলে বলার পর ৩ জন মিলে গান গাইবে ঠিক করছে আরুশি নিজে একটা গান বানিয়ে গাওয়া শুরু করলো

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে,
অচেনা এক মানুষের প্রেমে পাগল হয়েছে..

মন তো এখন সহে না, তাকে
ছাডা ভাল্লাগে না

নিয়ে গেলো মন টা চুরি করে.
ভালোবেসে পাগল হয়ে গেলো..

ওওওওওও

ওরা ২ জন জিজ্ঞেস করে কি রে তুই কবে গায়িকা হয়ে গেলি আরু ?

___আরুশি বলে কি করে তোকে বলবো মনের কথা মন থেকে খুশি হলে উঠে গানের ভাষা !বুঝলি তোরা

___ অন্যদিকে অনু বিরক্তি কন্ঠে বলে পাগল হয়ে গেছিস তোরা?

আরো পড়ুনঃ  আদরের বাবা আমার | ১ম পর্ব | লেখক আহমাদুল্লাহ আশরাফ

___ এবার ওরা তিন জন গানে গানে বলে ..
পাগল তোর জন্য রে হয়ে গেছি আজ, ভালোবেসে মনের কথা করবে মনে রাজ ..!

__তোরা সবাই পাখল হয়ে খেয়েছিস পাবনায় চল ভর্তি করাবো ..

তারপর…

চলবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *