৬৯টি শুক্রবার নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা ২০২৪

শুক্রবার নিয়ে স্ট্যাটাস

 

 

  • শুক্রবার/ জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
    শুক্রবার মানেই গুনাহ মাফের একটি বিশেষ সুযোগ।
    (জুম্মা মুবারক)

 

  • জুমার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) ও জুমার দিনে নবী করিম (সাঃ) -এর প্রতি বেশি বেশি দূরুদ পাঠের কথা বলা হয়েছে।

 

  • আপনি যদি অন্য ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন,,,
    তাহলে ফেরেশতারাও আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।

 

  • আপনি যদি দুনিয়ায় অনেক পাপ করে থাকেন, তাহলে আপনার ১ ফোটা চোখের পানির বিনিময়েই আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ।

 

  • যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে অবস্থান করবে, তখন বুঝে নেবেন আল্লাহ তা’আলা আপনার পক্ষে আছেন।

 

  • বিশ্বনবী হযরত (সাঃ) বলেছেন,,,,
    “যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করবে,
    তাকে পরবর্তি জুম্মার দিন পর্যন্ত একটি নুর আলোকিত করে রাখবে।” (জুম্মা মোবারক)

 

  • পৃথিবীতে সকল সম্পর্কের শেষ হতে পারে।
    কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কের শেষ নাই।
    সকলকে জুমার দিনের শুভেচ্ছা।

 

  • আপনাকে এবং আপনার পরিবারকে জুম্মা মোবারক।
    আল্লাহ আমাদের হৃদয় ও মনকে সর্বদা তাঁর কাছে প্রার্থনার জন্য প্রস্তুত রাখুক।
    তাঁর সমস্ত অনুগ্রহের জন্য আমাদের কৃতজ্ঞ রাখুক। আমিন।

 

  • পৃথিবীর সেরা সুর আজান।
    পৃথিবীর সেরা বই আল-কোরআন।
    পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।
  • (জুম্মা মুবারক)

 

  • আমি আল্লাহর কাছে আপনার জন্য একটি বরকতময় ও আনন্দদায়ক জুম্মা কামনা করছি।
    এই মূল্যবান দিনটি আপনার হৃদয়ে সন্তুষ্টি নিয়ে আসুক এবং আপনার জীবনকে আল্লাহর দান দিয়ে পূর্ণ করুক! আমিন।

 

  • শীতের অজু,
    গরমের রোজা,
    আর যৌবনের ইবাদত,
    আল্লাহর কাছে খুবই প্রিয়।
    (জুম্মা মুবারক)

 

  • ধৈর্য তা নয়, যে আপনি কতক্ষণ অপেক্ষা করতে পারেন।
    বরং আপনি অপেক্ষা করার সময় কতটা ভালো আচরণ করেন, সেটাই ধৈর্য্য। (জুম্মা মোবারক)

 

  • মুসলমান হওয়া মানে শুধু মসজিদে যাওয়াই নয়, বরং এর চেয়েও বেশি কিছু। মহান আল্লাহ শুধু আপনার উপস্থিতিই নয়, বরং উনার প্রতি আপনার মনোযোগও চান। (জুম্মা মোবারক)

 

  • আল্লাহ তায়ালা জুমার দিনের উছিলায় আমার ছোট-বড়, প্রকাশ্য ও গোপন, প্রথম ও শেষের সকল গুনাহ মাফ করে দিক;; আমিন। (জুম্মা মোবারক)

 

  • আমরা আল্লাহকে বলি,,,
    আমরা এই কঠিন জীবনকে ঘৃণা করি।
    তিনি তার বান্দাদের বলেন, কে তোমাকে জীবনকে ভালোবাসতে বলেছে?
    শুধু আমাকে (আল্লাহকে) ভালবাসো,, তবেই তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। (জুম্মা মুবারক)

 

  • যৌবন কালের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন স্বয়ং আল্লাহ।
  • (সকলকে জুমার দিনের শুভেচ্ছা)

 

  • পৃথিবীতে সবচেয়ে বড় চাকরি হচ্ছে সালাত,,; যার বেতন হচ্ছে জান্নাত।
  • (জুম্মা মোবারক)

 

  • কোন মুসলিম যখন মসজিদের দিকে রওনা হয়,,,
    সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত, তার প্রতি কদমে,
    আল্লাহ তায়ালা একটি নেকী দান করেন,
    এবং একটি করে গুনাহ মাফ করেন। 
    হযরত মুহাম্মদ (সাঃ)

 

  • আবারও এই বরকতময় শুক্রবার পাওয়ায়,,
    মহান আল্লাহকে জানাই মাখো কোটি শুকরিয়া।
    (সকলকে জুম্মা মোবারক)

 

  • পবিত্র কুরআনের সৌন্দর্য হলো,,
    আপনি এর বার্তা পরিবর্তন করতে পারবেন না।
    তবে এর পবিত্র বার্তা আপনাকে পরিবর্তন করতে পারে। জুম্মা মোবারক
আরো পড়ুনঃ  ২৩ ই এপ্রিল, বই দিবসের কিছু কথা ও কবিতা ২০২৪

 

  • মসজিদের প্রথম কাতারে যদি একজন ফকিরও বসে,,
    তাহলে তাকে সেখান থেকে উঠানোর ক্ষমতা কোনো রাজারও নেই।
    এটিই ইসলামের সৌন্দর্য। জুম্মা মোবারক

 

  • পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো নামাজের সিজদাহ।
    কারন, ইমানদার ব্যক্তির সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত বলা যায়।

 

  • ৩ ধরনের ভালোবাসায় কোন কষ্ট নেই।
    এগুলো হলো,,, আল্লাহর সাথে, রাসুল (সঃ) এর সাথে এবং মা-বাবার সাথে ভালোবাসা।

 

  • সপ্তাহের সেরা একটি দিন শুক্রবার,
    আর সপ্তাহের নামাজের মধ্যে সেরা নামাজ হলো জুমার নামাজ।
    আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। (জুম্মা মোবারক)

 

  • মুসলিম আমার নাম,
    কোরআন আমার জান,
    জান্নাত আমার বাড়ি,
    দুনিয়াতে চাইনা বাড়ি-গাড়ি,
    আল্লাহ আমার রব,
    নবী আমার সব,
    ইসলাম আমার ধর্ম 
    আল্লাহর ইবাদতই আমার কর্ম!!
    জুম্মা মোবারক। 

 

  • এই পৃথিবীতে শুধুমাত্র তারাই কোটিপতি,,,
    যাদের আমলনামার একাউন্টে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যুক্ত হয়।
    (সকলকে জুম্মা মোবারক)

 

  • পবিত্র পানিতে করে নেবো ওযু,
    পাপ ধুয়ে, মন হবে পূর্ণ সুখী। 
    খোতবা শুনবো মন দিয়ে,
    ইমামের কথা হবে হৃদয়গ্রাহী।
    (সকলকে জুম্মা মোবারক)

 

  • নতুন আশা, নতুন দিন,
    আজকে এল জুমার দিন।
    লাগছে ভাল ছাড়বো ঘর,
    মসজিদে যাবো ১২ টার পর।
    আকাশের সূর্য দিচ্ছে আলো,
    জুমার নামায পড়তে লাগবে ভালো।
    (সকলকে জুম্মা মোবারক)

 

  • রাসূলুল্লাহ (সাঃ) বলেন- “জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম;
    আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।”

 

  • যে ব্যক্তি জুমুআর দিনে,
    সূরা আল-কাহাফ পাঠ করবে,,,
    তার এক জুমা থেকে,
    পরের জুমা পর্যন্ত জ্যোতির্ময় হবে।
    (সহীহ আল-জামী: ৬৪৭০)

 

  • জুমার দিনকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ (সাঃ) বলেন- “এই দিনে এমন একটি সময় আছে, যখন কোন মুসলমান দাঁড়িয়ে প্রার্থনা করে, আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তা দান করেন।” এসময় বিশ্বনবী (সাঃ) তার হাত দিয়ে ইঙ্গিত করেছেন যে সময়টি কতটা সংক্ষিপ্ত। (বুখারী: ৮৯৩)

 

  • হে মুমিনগন, জুম’আর দিনে যখন সালাতের জন্য আজান হয়,
    তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর,,, এবং কেনাবেচা বন্ধ কর, এটাই তোমাদের জন্য উত্তম; যদি তোমরা বুঝ। ~ আল কুরআন

 

  • মহান আল্লাহর কাছে দুঃখ প্রকাশ ও রহমত প্রার্থনা করতে,,,
    সমবেত সকল মুসলিম ভাইদের জানাই জুম্মা মোবারক!!!

 

  • মাটির দেহ নিয়ে আমাদের বরাই করা উচিত নয়।
    কারণ দুচোখ বন্ধ হলেই দেখবো পাশে কেউ নেই।
    তখন যাকে আপনি আপন ভাবেন, সে-ই হবে পর।
    (জুম্মা মোবারক)

 

 

 

 

 

শুক্রবারের দিনে
এ এইচ এম আনোয়ারুল ইসলাম 

সপ্তাহ শেষে আসে ভেসে 
শুক্রবারের দিন, 
জায়নামাজ হাতে নিয়ে 
ডাকছে মুয়াজ্জিন। 

পায়জামা আর পাঞ্জাবী
গায়ে সবাই যাবো, 
মসজিদে কাতার হয়ে 
বয়ান শুনতে পাবো।

নামাজ পড়ে করবো মোরা 
দু-হাত তুলে দোয়া, 
খোদা যদি সহায় হোন 
পূণ্যে পুড়ে পাপ ধোঁয়া। 

ছোটো থেকে বড় হয়েই
করছি যতই পাপ,
জুমার দিনে চেয়ে কাদি
দু-হাত তুলেই মাফ।

এই জগতে ধান্দা নিয়ে 
করছি যতই পাপ, 
স্রষ্টা মহান দয়াবান 
করে দিবেন সাফ।

 

 

জুম্মা মোবারক
           মাহমুদ হাসান 

আরো পড়ুনঃ  কোটা আন্দোলন নিয়ে স্লোগান, স্ট্যাটাস, ক্যাপশন ২০২৪

দিনের মাঝে সবচেয়ে 
ভাল জুম্মা বারের দিন।
গরিব দুখি মেহনতীর 
এটাই হজ্জের দিন।
জুম্মা দিনে জুমার নামাজ
পড়তে যারা যায়,
খোদা তা,আলা অশেষ রহম
তাদের কে বর্ষায়।
জুমার মতই ওয়াক্ত নামাজ 
আদায় করেন যারা।
খোদার কাছে অধিক প্রিয়।
তোমার থেকে তারা।
নামাজ পড়লে কি প্রশান্তি!
নামাজিরায় জানে।
আজ থেকে চলো দেই সারা,
ঐ আল্লার আহবানে।
জুম্মা দিনের উছিলায় আজ,
মাফ কনে দাও প্রভু।
সকল নামাজ পরবো
আমি ছাড়বো না আর কভূ।
মাফ করে দাও প্রভূ।

 

 

শুক্রবার
ওসমান আলী

শুক্রবার মুসলিমের পূণ্যবার,,
এদিনে বহে মনে খুশির জোয়ার,,
ইমানি পরিক্ষায় মোরা থাকি সোচ্চার,,
ইসলামের ছায়াতলে তাই গমন সবার।

আল্লাহ বিনে এ ভুবনে কেউ নাই মোদের আর,,
সাপ্তাহিক ইদে খুশির আমোদে বন্দেগি করব তাহার।
মুমিন যারা মুসলিম যারা,যারা ইমানদার,
থাকে ইবাদতে মশগুল তারা ভোলে চিন্তা দুনিয়ার।

পার্থিব লোভ আর ভুলে যত ক্ষোভ শত্রু মিত্র এক কাতার।
হৃদয়ে বহে মোদের ক্ষমার বাণী সবে যম হয় ইবলিশের।
শয়তান কেঁদে-কেটে হাত গুটিয়ে পথ খোঁজে নিজে পালাবার।
এদিন আল্লাহর রহমতের দিন এ দিন রহম আর ইবাদতের।

 

 

জুম্মা দিবস
ওসমান আলী

জুমার দিনে আল্লাহকে নাও চিনে,,
অসহায় ক্ষণে মুক্তি পাবেনা তুমি আল্লাহ বিনে।

ইবাদতে চলো হই মশগুল,,
বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসুল।

দুঃখ ভুলে চলো যাই এগিয়ে,,,
মুমিন হয়ে জান্নাতি খুশির বার্তা নিয়ে।

এই দিনে কেউ করলে দান,,
অসীম সওয়াব পাবে তুমি পাহাড় সমান।

এই দিনে আল্লাহ সৃজিলেন রবি,,,
এই দিনে ই মেরাজে যান আমার প্রিয় নবি।

এই দিনে আল্লাহ সৃজিলেন আদমকে,,,
এই দিনেই আদম হাওয়া বের হন বেহেস্ত থেকে।

এই দিনে নবি মদিনাতে যান,,,
এই দিনের উছিলায় সৃষ্টি হলো আসমান।

এই দিনে সুন্নত মেনে মসজিদে গেলে আগে,,,
উট-গরু-ছাগল কুরবানির সওয়াব যাবে তার ভাগে।

এই দিন মুমিনের রহমতের দিন,,,
আমল তাই করি সবে মেনে ইসলামি বিধান।

 

 

প্রার্থনা
ফরিদুজ্জামান

হে মহান খোদা আমরা তোমার চাই করুণার স্নান
ক্ষমার আর্জি জানাই তোমার কাছে হে মেহেরবান।
তোমার উপর ঈমান এনেছি তোমার ভরসা করি
তোমার প্রশংসাতে মশগুল সারাদিনমান ধরি।
তোমার শোকর গুজারে আমরা কৃতজ্ঞ হয়ে চলি
তোমার নাফরমানকে আমরা পরিত্যাগে যাই দলি।
বিপথগামীর সঙ্গে আমরা রাখি নাতো সম্পর্ক
ইবাদাতে ব্যতিব্যস্ত হয়েই বিশ্বাসে না তর্ক।
জ্ঞানের বাতি জ্বালায়ে আমরা শুদ্ধ নামাজ পড়ি
তোমার দিদার পাবার আশায় সিজদায় প্রেম গড়ি।
তোমার মিলন বাঞ্ছায় থাকি সর্বদা ধাবমান
তোমার হুকুম পালনে আমরা হতে পারি কুরবান।
তোমার দয়ার উতরিয়ে পাবো শাস্তিবিহীন দিন
কুফরিতে ভরা জীবন যাপনে অভিশাপে দীনহীন।

 

জুম্মার দিন
সুজনা খাতুন

জুম্মার দিন সবাই মিলে
হাসি খুশি থাকি,
জুম্মার দিন সবার কথা
একটুতেই বুঝি।

জুম্মার দিন সবাই মোরা
মসজিদে যাই,
মা-বোনেরা বাড়িতে বসে
আল্লাহর গুন গাই।

আল্লাহ আল্লাহ জপতে জগতে
এতই মজা পাই,
কখনো যেন তোমারে প্রভু
ভুলে না যাই।

আল্লাহর কথা সর্বদা
রাখিবো মোরা স্মরণ,
মরণ আসিবে একদিন
করিব তাহা বরণ।

আরো পড়ুনঃ  ৬৯ টি গরম নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা ২০২৪

তোমার অশেষ মেহেরবানীতে
পড়ি জুম্মার নামাজ,
মাফ করে দিও প্রভু
কবরের আজাব।

জুম্মার নামাজে করি মুনাজাত
রক্ষা করো সব বালা মসিবত,
তোমায় সবসময় করিব স্মরণ
ভালোভাবে হয় যেন মোদের মরণ।

Jumma Mubarak Picture | শুক্রবার নিয়ে স্ট্যাটাস
Jumma Mubarak Picture | শুক্রবার নিয়ে স্ট্যাটাস

 

জুমুআর নামায
খাদিজা ইয়াসমিন আঁখি

জুমুআর দিন কেমন জানি
নামাযের ধুম পড়ে চারদিকে,
দুপুর হলেই আযান শুনে
সবাই যায় নামাযের উদ্দেশ্য।
অন্যদিনে মসজিদে মানুষ
নামায পড়ে এক কোণে,
জুমুআর দিনে মানুষ দিয়ে
কোনায় কোনায় যায় ভরে।
খুতবা বলে ইমাম সাহেব
সবাই শুনে মন দিয়ে,
ছোট বড় সবাই মিলে
নামাযে দাঁড়ায় এক কাতারে।
ধনিরা সব যায় যে হজ্জ্বে
গরিবের হজ্ব জুমুআর নামাযে,
তাই তো সকলে খোদার দরবারে
হাত তুলে একই সাথে।
জুমুআর নামাযে তবারক দেয়
মিলাদে দোয়া শেষে
ছোট শিশুরাও তবারক পেয়ে
খুশিতে যায় জুমুআর নামাযে।

জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস | শুক্রবার নিয়ে স্ট্যাটাস
জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস | শুক্রবার নিয়ে স্ট্যাটাস

 

শুক্রবার আমার প্রিয় দিন
দেলওয়ার বিন রশিদ 

শুক্রবার, জুমাবার আমার প্রিয় দিন 
হৃদয়ে পবিত্রতার আলো ছড়ায় 
                               প্রতিটি শুক্রবার,
পুণ্য স্পর্শে সিক্ত হয় শুক্রবার এলে এ জীবন,

দীন দুখি নিত্য খুঁজি স্রষ্টার করুণা 
শুক্রবার বয়ে আনে অপার রহমত, 
জান্নাতের ফুল সৌরভে সুখময় প্রতিটি শুক্রবার
                                মুসল্লিদের প্রতিটি পদক্ষেপ, 
অগণন পাপরাশি  মুছে রহমতের ঐশ্বর্যে  পূর্ণ হয়,

 যত ভুল ভ্রান্তি সব মাফ শেষে
 নাজাতের মধুর সুখ সুধায় ভরে উঠে,
শুক্রবারের প্রতিটি মুহূর্ত প্রার্থনায় হয়ে ওঠে                                                        অনিন্দ্য সুন্দর,

শুক্রবার জুমাবার এদিন 
সুখ সুধায় ধুলির ধরা হয়ে ওঠে মহিমময়, 

শুক্রবার জুমাবার আমার সবচেয়ে প্রিয় দিন।

জুম্মা মোবারক স্ট্যাটাস পিক - শুক্রবার নিয়ে স্ট্যাটাস পিক
জুম্মা মোবারক স্ট্যাটাস পিক – শুক্রবার নিয়ে স্ট্যাটাস পিক

 

শুক্রবার
মুহা আকমাল হোসেন 

শুক্রবার আমার জিল হাজ মাস
তৌহিদের  বোতাম আঁটা অন্তর লেবাস 
ওযু খানায় উবু  মধ্যবেলা আকাশ । 
তসবির  দানা জমিনের ঘাস। 

ঐশী পাখি ডাকে হাইয়া লাল ফালা 
কেবলামুখী  আমার এবাদত মুসাল্লা। 

◾ছোট সুজাপুর মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।

শুক্রবার নিয়ে স্ট্যাটাস
শুক্রবার নিয়ে স্ট্যাটাস

 

শুক্রবার আমার প্রিয় দিন
দেলওয়ার বিন রশিদ 

শুক্রবার, জুমাবার আমার প্রিয় দিন হৃদয়ে পবিত্রতার আলো ছড়ায় প্রতিটি শুক্রবার,
পুণ্য স্পর্শে সিক্ত হয় শুক্রবার এলে এ জীবন 
দীন দুখি নিত্য খুঁজি স্রষ্টার করুণা 
শুক্রবার বয়ে আনে অপার রহমত, 
জান্নাতের ফুল সৌরভে সুখময় প্রতিটি শুক্রবার
মুসল্লিদের প্রতিটি পদক্ষেপ, 
অগণন পাপরাশি  মুছে রহমতের ঐশ্বর্যে  পূর্ণ হয় 
যত ভুল ভ্রান্তি সব মাফ শেষে নাজাতের মধুর সুখ সুধায় ভরে উঠে,
শুক্রবারের প্রতিটি মুহূর্ত প্রার্থনায় হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর
সুখ সুধায় ধুলির ধরা হয়ে ওঠে মহিমময়, 
শুক্রবার জুমাবার আমার সবচেয়ে প্রিয় দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *