অপরূপ ধরা
জাকিয়া বিনতে জামাল
অপরূপ ধরা মুগ্ধ করা মহান প্রভুর দান।
যতই দেখি মেলে আখি প্রশান্তি পায় প্রান।
ধরনীর মাঝে সকাল সাজে ডুবে থাকে মন।
আমি কল্পনারই কারাগারে বন্দী সারাক্ষণ।
কল্পনাতে পাহাড়সম স্বপ্ন বুনে রাখি।
সৃষ্টির মাঝে স্রষ্টাকে কল্পনাতে দেখি।
সাগরের বুকে বারি ধারা চলে ক্ষিপ্ত বেগে।
দেখে দেখে মন কোঠায় হাজার প্রশ্ন জাগে।
পাহাড়ের বুকে বারি বর্ষণ করে ঝর্ণা ধারা।
চাতকের দল আনন্দে উল্লাসে মাতোয়ারা।
চাতকের ন্যায় চেয়ে আমি মুগ্ধ চোখে দেখি।
এই শান্ত সুবাস প্রকৃতির আদর গায়ে মাখি।
কল্পনায় মন গহিনে হাজার প্রশ্ন জাগে।
এই ধরনী সৃজিল প্রভু কতটা অনুরাগে?
ওই গগনে আধার ঘিরে কোটি তারার মেলা
দিনকে ঘিরে নীল গগনে সাদা মেঘের ভেলা
অবাক করা পাহাড় চুড়া নিরবে দাড়িয়ে।
কত জনের আহার জোগায় মমতা জড়িয়ে।
মুগ্ধ করা সৃষ্টি প্রভুর দুর করে সব ক্লান্তি।
সৃষ্টির মাঝে প্রশান্তি নেই কোনো ভুলভ্রান্তি।