
অপেক্ষায় আক্ষেপ
খাদিজা খাতুন
কথা ছিলো, উত্তাল সমুদ্রের পাশে বসে কাটিয়ে দিব একটা প্রহর।
কথা ছিলো, ভরা বর্ষায় একটা দুপুর কাটিয়ে দিব শহরের রাস্তায় খালি পায়ে হেঁটে।
কথা ছিলো, বছরের ভ্যাকেশন গুলো কাটাবো পাহাড়ের চূড়ায় চূড়ায়।
আমি এখন শান্ত সমুদ্রের নিরাবতায় কাটিয়ে দিই কত কত প্রহর।
বর্ষার পুরোটা সময় কাটিয়ে দিই বারান্দার ঝুপটি করে বসে।
ভ্যাকেশন গুলো কাটিয়ে দিই শহরের অলি গলি ঘুরে।
আমার ভয় হয়, আমার ভয় হয় উত্তাল সমুদ্রের পানে যেতে,
ভয় হয় ভরা বর্ষায় শহরের রাস্তায় হাঁটতে,
ভয় হয় ভ্যাকেশনে শহর ছেড়ে পাড়ারের বুকে যেতে।
ভয় এই জন্যই যে, যদি তোমার অপূর্ণতায়—আমার শ্বাস থমকে যায় বুকের মাঝে এসে।