অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিপুল চন্দ্র রায় ও সেলিম কাজী’র সম্পাদনায় ’অমৃতস্মৃতি’’যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে।
অবশেষে সকল অপেক্ষার প্রহর শেষে বহুকাঙ্ক্ষিত যৌথ কাব্যগ্রন্থ ’’অমৃত স্মৃতি’ প্রকাশ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিপুল চন্দ্র রায় ও সেলিম কাজী সম্পাদনায় নব সাহিত্য প্রকাশনী থেকে।বইটির প্রকাশক ফজলুর রহমান বকুল।এর পেছনে রয়েছে অনেক কবির অক্লান্ত পরিশ্রম। এই বইটি প্রকাশ করতে গিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে সম্পাদকদের।
” অমৃত স্মৃতি’’ একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। বিশিষ্ট কবি ও বাংলাদেশের খ্যাতনামা গীতিকবি,কবি-লেখকদের কবিতা ”অমৃত স্মৃতি’’ কাব্যগ্রন্থকে নতুনরূপ দান করেছে। কবিদের লেখায় প্রকাশিত হয়েছে কবিতার ছন্দে ছন্দে,কবিতায় কবিতায় জীবনবোধের কবিতা,দেশাত্মবোধক কবিতা, প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা,বিরহের কবিতা ,ধর্মীয় চেতনার কবিতা ,প্রতিবাদী কবিতা ও মানবতাবাদী কবিতা।দেশপ্রেম, প্রকৃতি সৌন্দর্য্য, অমর প্রেম, মিষ্টিপ্রেমের আলাপন,ভালোবাসার ছন্দকথন, ছন্দময় রোমান্টিক কবিতা যা পড়লে সত্যিহৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা, বর্তমান সমাজের অবস্থা, বিদ্রোহ, দেশের প্রতি ভালোবাসা, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন বিষয়বস্তু।কবিদের এই অসাধারণ লেখনীরজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন সম্পাদক। এই কাব্যগ্রন্থে বিভিন্ন আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। এর কিছু আলোকচিত্র সংগ্রহে ছিল আর কিছু ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে । তাদের কাছে চিরঋণী। তাদের ঋণ স্বীকার করছেন সম্পাদকগণ। একটা কাজ করতে গেলে কিছুটা ভুল-ত্রুটি থাকতেই পারে। আশা করছেন সম্পাদক পাঠকগণ ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশেষে বইটির পাঠক প্রিয়তা আশা করেছন সম্পাদক।লেখক তালিকা:কবিগীতিকার এ.কে.এমমোস্তাফিজুর রহমান,কবি, মোঃ মোকলেছুর রহমান মন্ডল,কবি বাইজিদ রাই,লেখিকাতাসনিয়া ইসলাম,কবি শ্রী রাজিব বাবু রুদ্র,কবি এফ,এইচ, জারদিম,কবি ডাঃ মোঃ ফিরোজুল ইসলাম,কবি চয়ন চন্দ্র,কবি সুমন কুমার রায়,কবি মোঃ মাজিদুর রহমান শাহীন,লেখিকা রোজী নোমান,কবি মোঃ জনি রহমান,কবি মোহাম্মদ মোরশেদ আলম,কবি হাবিবুর রহমান,কবি অনিক দেব নাথ,লেখিকা সুরাইয়া মুনিয়া,কবি আব্দুস ছামাদ মিয়া,কবি অনুরুদ্ধ অধিকারী,কবি অনুর দ্বীপ কুমার বিপুল চন্দ্র রায়,কবি আসানন্দ চন্দ্র,কবি পূর্ণ ময় চাকমা,কবি বিপুল চন্দ্র রায়,লেখিকা মায়মুনা আনিকা,কবি মোঃ জনি সরদার,কবি সেলিম কাজী।