আমি অগ্নিগোলাপ

আমি অগ্নিগোলাপ
উম্মে আইনাইন

আলীর জুলফিকার, আইউবির ঘোড়া,
আমি খালিদের খঞ্জর,
চির অকুতোভয় মহা দূর্বার
আমি সৈনিক “আল্লাহর”।

শোনে রাখ্ হে শুকর কুফফার!
তোদের রক্তে ভাসিবে পাথার;
বোনের করেছিস সম্ভ্রম নাশ
হিসেব কষবো ইতর করে বিনাশ;
বৃদ্ধা মায়ের করুণ চিৎকার!
তুলিবো শোধ নিশ্চিত আমি
করবো তোদের মহা সংহার।

মৃত্যু স্বাদ আজি জাগিছে প্রবল
ঈমানের তেজে সদা সতেজ সবল,
আমি তো শাহাদাহ প্রত্যাশিত,
সে স্বপ্ন হবে-ই পূর্ত,
করে তোদের চির ভূপাতিত।

আমি শত্রু শমন
বধিবো দুশমন
করবো তোদের লোহিত শোষণ!
আমার শাণিত তলোয়ার
দেবেনা তোদের তিল-ছাড়!

আমি কভু নাহি ডরি তোদের ঘৃণিত গ্রেনেড তাপ,

চির বিদ্রোহী মহা বিধ্বংসী
আমি কঠোর অগ্নি গোলাপ।

আরো পড়ুনঃ  প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার (৬ষ্ঠ আসর) কবিতা বিভাগে বিজয়ী হয়েছেন আলোক আজম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *