
ওসমান হাদি
লাবিব হাসান
মাথা ভরা চুল তার
মুখে কালো দাঁড়ি,
সে আর কেউ নয়
প্রিয় উসমান হাদি।
সাহসী প্রাণ হিসেবে
আমরা তাকে চিনি,
সত্যের পথে লড়তে গিয়ে
শহীদ হলেন তিনি।
ন্যায়ের পক্ষে বলত কথা
দূর্বার যোদ্ধা ছিল,
দেশ বিরোধী শক্তিরা
তাকে মেরে দিল।
অমর হয়ে রইবে সে
এই বাংলার বুকে,
মনে রাখবে জাতি তারে
চিরকাল ধরে।




