কড়ি দিয়ে কিনলাম

কড়ি দিয়ে কিনলাম
পাথর মৃর্ধা

এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম বই মেলায়
সেই দিনটি স্মৃতির পাতায় স্মরনীয় হয়ে থাকবে সারা জীবন, খুব সুন্দর মনের মানুষ গুণী লেখক
তার সাথে বসলাম উন্মুক্ত মঞ্চে, খোলা আকাশের নিচে এমন একটি মঞ্চে বসে আছি সত্যি অন্য রকম একটা অনুভূতি স্মৃতির পাতায় অক্ষয় হয়ে থাকবে
এই সোনালী সন্ধ্যায়,তার সাথে প্রথম আলাপ
প্রথম দেখা সে অনেক ক্ষণ আমার সাথে কথা বলছে
আমিও তার সাথে কথা বলছি কিন্তু সে আমার মুখ দেখতে পারছে না মাস্ক থাকায়, ঠিক এমন সময় বাদাম ওয়ালা একটা ছেলে সেই খানে বাদাম নিয়ে এলো সে বাদাম কিনে আমার হাতে দিলো আমি বুঝতে পেরে হেসে উঠলাম, হাতে বাদাম নিয়ে বসে রইলাম,সেও নাছোড়বান্দা চালাকি করে বাদামের খোসা ছাড়িয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো খাও
আমি এবার জোরে হেসে উঠলাম তার চালাকি দেখে বললাম তোমাকে দেখে মনে হয় না তুমি এতো চালাক,সেও মুচকি হাসি দিয়ে বললো মোটেও আমি চালাক না,একটূ ছলনার আশ্রয় নিলাম আর কি?যাই হোক সে খুব যত্ন করে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি, সত্যি খুব অদ্ভুত একটা অনুভুতি হচ্ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়, আসার সময় তাকে বললাম বন্ধু তোমাকে আমি কড়ি দিয়ে কিনলাম বলে তার হাতে একটা কড়ি দিলাম,সেও হেসে বললো যত্ন করে রেখে দিবো আজীবন বন্ধুত্বের এই কড়ির বন্ধন।

আরো পড়ুনঃ  বসন্তের রং দোসর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *