দুষ্টু ছেলের দল
কবি : মোহাম্মদ শাহিন
মেয়েদের তো নেই এতো
শক্তি, সামর্থ্য, বল,
চল গিয়ে ওদের সাথে মজা করি
বলে দুষ্টু ছেলের দল।
তারা সবসময় রাস্তায় থাকে
মেয়েদের অপেক্ষায় বসে,
মেয়েদের সাথে খারাপ আচরণ করে
কথা বলতে চাই রসে।
মেয়েদেরকে একলা রাস্তায়
যদি যায় পেয়ে,
মেয়েদের পিছু পিছু
আসতে থাকে বেয়ে।
খারাপ আচরণে মেয়েরা যে কষ্ট পায়
এটাও তারা জানে,
তবুও তারা খারাপ ব্যবহার করবে
কারো কথা নাহি মানে।
দুষ্টু ছেলের দল
সবখানেই ভারি শক্ত,
যেখানে পায় সেখানেই শুধু
মেয়েদের করে বিরক্ত।
কবি পরিচিতি:
——————
নবীন কবি মুহাম্মদ শাহিন ২০০৫ সালের ৮ই মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহাম্মদ শহিদ মিয়া ও মাতার নাম মোছাঃ জরিনা বেগম। নিজের পরিবার ও বন্ধুদের অনুপ্রেরণায় সাহিত্য জগতে প্রবেশ করেন এই নবীন কবি।
শিক্ষা জীবন:
—————-
২০১৫ সালে হারিয়াখালী উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে পি.এস.সি,২০১৮ ও ২০২১ সালে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জে.এস.সি ও এস.এস.সি পাশ করেন। তিনি বর্তমানে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এ এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নরত আছেন ।
অভিজ্ঞতা:
————-
সাহিত্য জগতে প্রবেশ করে তিনি অনুকবিতা, কবিতা, বঙ্গকাব্য (সনেট), অনুগল্প ও ছোট গল্প লেখনীতে বিশেষ পারদর্শী। বর্তমানে বিভিন্ন অনলাইন সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব রত আছেন।
🌺’কবি নজরুল লিটারেচার মেডেল ২০২২’ পুরষ্কার অর্জন করেন তিনি।
ভবিষ্যতে বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন ও সকলের কাছে দোয়া প্রত্যাশি।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য