কবিতা নিতান্ত্য ব্যাপক | নিতান্ত্য ব্যাপক কলমে মাওয়া বিনতে কুতুব

নিতান্ত্য ব্যাপক
মাওয়া বিনতে কুতুব

কতশত স্মৃতির অম্লান ঘটে গেল
নিত্যান্ত্যই ব্যাপক হারে
আরো কত কিছু দেখবো বলে
নিস্তব্য আঁধার ঘনিয়ে আসে।

বাস্তবিকতায় সব তো ধুমছে গেছে,
কুয়াশায় ঝাপসা অনিল
প্রাকৃতিক গোধূলি শিখিয়ে গেছে
অনেক কিছু এখনো মলিন।

অন্ধকারে হালকা বাতাসে
হাওয়ার অধিক প্রবল
কিছু কিছু মিষ্টি রাতে
পূর্ণিমার অনেক রাত আলোর ঝলমল।

নিত্যান্ত ভাবিয়া দেখি,,
তাহাই তো স্বপ্নের খুঁড়ি
ব্যাপ্যারুত্ব্য নই ব্যাপ্যারিক হে রন্জিত অনুজ
কত শত রাত নিস্তব্ধ হয়ে ক্ষিন্ম সরে যায়
আর কত? গম্ভীর কণ্ঠে পাখিরা গান গেয়ে যায়।

নিত্যান্তই কল্পনার ঝলক
মহাবিশ্বে যাহা করুনঘন
ব্যাপারিত্বে নহে নগ্নসর অধীর
তৃনবন্ধনে নিস্তার নহে মোর
ব্যাপারীত্নে হয় অনেক সুবিশাল হুর।

 

কবি পরিচিতি

কবিতা নিতান্ত্য ব্যাপক | নিতান্ত্য ব্যাপক কলমে মাওয়া বিনতে কুতুব

নাম: মাওয়া বিনতে কুতুব
চট্টগ্রাম জেলায় চরতী ইউনিয়ন সাতকানিয়া উপজেলায় ২০০৩ সালের ১৮ ই অক্টোবর জন্ম।
পিতা মোহাম্মদ মাওলানা কুতুব উদ্দিন
মাতা:মোছাম্মৎ জয়নাব বেগম,
পড়াশোনা শুরু দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয় এরপাশাপাশি ( চরতী দুরদুরী মোহাম্মদীয়া (সা.) দাখিল মাদ্রাসা এসএসসি দিয়েছিলাম ।
উচ্চ মাধ্যমিক আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। বর্তমানে অধ্যায়নরত চট্টগ্রাম কলেজে সমাজ বিজ্ঞান নিয়ে।
,চট্টগ্রাম বাংলাদেশ ।

আরো পড়ুনঃ  যুদ্ধ বন্ধ করুন কলমে সন্তোষ কুমার পোখারেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *