আমি আপনাকেই ভালোবাসি
আমি আপনাকেই ভালোবাসি কলমে রিয়াজুল করিম সোহান কোন এক ক্ষণিকের বেড়াজালে নয়ন কেড়েছিলে আমায় হৃদয়ে দিয়েছিলে দোলা মনে উঠেছিলো ভালোবাসর নৃত্য। খুঁজেছি তোমায় কতকাল জুরে পাইনি কোথাও হেতায়। ভেবেছিলাম পাব নাহ কভু তোমার মনের ও জানালা খুঁজে। একদিন কি হলো জানো হঠাৎ করে টুং করে শব্দ হলো ফোনে নিজের চোখকে বিশ্বাস করা যায় এ যে […]