দগ্ধ দেহ কলমে রকি পাঠান
দগ্ধ দেহ রকি পাঠান আমার কুয়াশার মতোন দুঃখগুলো রোদের মতো করে কেউ ছুঁয়ে দিতে পারে না দুঃখগুলো এ-শহর ছেড়ে ও-শহর ভেসে বেড়ায় রাতের নির্জনতা আর অন্ধকারের স্তব্ধতা গিলে খায় আমার গা! ভেবেছিলাম এ-শহর ছেড়ে চলে যাব না কোথাও আশাটুকুও বিফলে গেল কার্তিকের কম্বল মুড়িয়ে দিয়ে তোমাদের দেয়ালে সকালের শিশির বিন্দু শুঁকনো ইটপাটকেল হয়ে যায় সূর্যের […]