নামটি আমার কলমে নাদিয়া রিফাত
নামটি আমার নাদিয়া রিফাত সহজে হার মানার পাত্রী আমি নয়, এই যুদ্ধে একদিন হবো আমি জয়। ভাবতে পারো তোমার আমি ছোট্ট খোকা, মোটেও ভেবোনা আর আমি খুব বোকা। সকল গুরুজনকে আমি বড্ড মানি অন্যায়ে রুখে দাড়াতে আমি খুব জানি। অন্যায়ভাবে করবো না কাউকে আঘাত, নামটি আমার হলো নাদিয়া রিফাত









