শেষ মুহূর্তের সঙ্গী কলমে জাকিয়া
শেষ মুহূর্তের সঙ্গী কলমে জাকিয়া জানি তুমি আসবে একদিন ঠিকই, নিয়ে যাবে আমায় বোঝাবে,সবই ছিল ফাঁকি। ভুলে যাবে সবাই তুমি ছাড়া সকলেরই হব পর, যাদের ভেবেছি আপন আমি সারা জনম ভর। জানি ছাড়তে হবে একালের সব মায়া, সেকালে খেজুর গাছ’রা হয়তো আমায় দিবে ছায়া। ঘুঁচে যাবে যত ছিল ভ্রান্তি এজীবনে আসবে নতুন মোড়, মনে হবে […]









