অপেক্ষা কলমে তাহমিনা আক্তার
অপেক্ষা কলমে তাহমিনা আক্তার তুমি সাড়া না দিলেও তোমার শহরে আনমনে হেটেছি, যদি ভুল করে সাড়া দিয়ে দাও। তুমি কাছে না আসলেও তোমার সাথে হেটেছি, যদি ভুল করে হাত ধরে ফেলো। তুমি অপেক্ষা না করলেও, রোজ বিকেলে তোমার জন্য লেকের পাড়ে অপেক্ষা করেছি, যদি ভুল করে চলে আসো। তুমি অভিমান ভাঙ্গাবেনা জেনেও অভিমান করেছি, যদি […]