বিষন্ন মন কলমে নাদিয়া রিফাত
বিষন্ন মন নাদিয়া রিফাত বাইরের পরিবেশ বেশ শান্ত, আমি যে একাকিত্ব রোগে আক্রান্ত। বড্ড বিষন্ন লাগছে এই মন; কাউকে বুঝাতে যে আমার বারণ। জানালার পাশে আছি একা বসে; তাকিয়ে দেখছি ঐ দূর আকাশে । চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে ; চিরচেনা সেই চাঁদ মামাটাকে। ভালো লাগে না যে এই বদ্ধ ঘরে, এই মন ছুটে যায় তেপান্তরে। […]