সাত্বনা কলমে আহমাদ ওসমানী
সাত্বনা আহমাদ ওসমানী একটুখানি হাসি দিয়ে মনটাকে দেই সান্ত্বনা, মন পাখিটা কোনমতেই পোষ মানতে রাজি না। শান্তি নাই এই মনেতে নানারকম ক্লেশ! ক্লেশের মাঝে ছদ্মবেশে আমি আছি বেশ। দুঃখ আমার আপন বন্ধু! পিছু ছাড়তে রাজি না, দেখছি আমি সুখ নদীতে, ভিরতে আমায় দিবে না!