পাহাড়ি মেয়ে কলমে টিকলু তালুকদার
পাহাড়ি মেয়ে টিকলু তালুকদার পাহাড়ি মেয়ে লাজুক চোখে উপহার দিলেন মোরে, বেচাকেনার ধূম পড়েছে রাঙামাটি’র হাটে, শ্যামল দেহে মুক্তা ঝড়ে – গোলাপ যেমন হাসে, আঁধার রাতে জোঁছনা জ্বলে কোমল পরীর হাতে, কত কইলাম -কত সাধলাম অভাব আমার ঘরে, পাষাণ নারী’ এক ঘেয়ামি দাম’ নিলনা কমে, পরের টাকায় করছি সদাই জীবন নদীর স্রোতে, নীলাকাশে চাঁদের মেলা […]