আমায় ছেড়ে যেওনা হেমান্তি (গদ্য-কবিতা) কলমে রত্না হোড়
আমায় ছেড়ে যেওনা হেমান্তি কলমেঃ রত্না হোড় হেমান্তি,আমার বহু হিসাব-নিকাশ বাকি আছে, আমায় ছেড়ে যাবার তোমার,এত কি তাড়া আছে? বুঝলে তুমি,যাবেনা কোথাও,আমায় ছেড়ে। কত দুঃখ আমায় দেবে? এভাবে একা করে তুমি চলে যাবে? আমায় দুঃখী দেখে তুমি বুঝি ভীষণ সুখে থাকবে? বলছি তো, বাসায় এবার দ্রুত ফিরব। তোমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। তবুও […]
আমায় ছেড়ে যেওনা হেমান্তি (গদ্য-কবিতা) কলমে রত্না হোড় Read More »