স্বাধীনতার সূর্য, কবিঃ আবু নাইম খান সেজান
স্বাধীনতার সূর্য কবিঃ আবু নাইম খান সেজান বীরপুরুষ মোরা জাতে বাঙালী, রক্ত দিয়ে চিনেছি স্বাধীনতার মুখখানি। প্রাণের মায়া তুচ্ছ করে, লড়েছি মোরা বীরের বেশে। শহীদের রক্ত বীরের রক্ত, অগ্নীর মতো দগ্ধ। পলাশের রক্ত শিমুলের রক্ত, বীর বাঙালির রক্ত। লড়েছি মোরা দেশমাতৃকার টানে, স্বাধীনতার জোয়ার উঠল মোদের মনে। সেই জোয়ারের ঢেউয়ের টানে, মোদের রক্ত ভেসে চলে। […]









