কবির কবিতা
ইশরাক আল ইয়াসিফ
আমি সেই কবিতা
যে জন্মে খুঁড়িয়ে খুঁড়িয়ে
তবু জন্মে না পুরোটা।
আমি সেই কবির কবিতা
যে কিনা দিবা নিশি ভেবে সাঁজায়
মোড়ে,তবু সাঁজিনা পুরোটা।
আমি সেই অগভীর কবিতা
যার গভীরতা খূঁজে ক্লান্তা কবি
তবু পেলনা গভীরতা।।
আমি সেই পুরান কবিতা
যাকে সাঁজিয়ে ছিল
আদি কাল যুগে
আলী সা’দী রুমি রা।
আমি পুরোনো হয়েও
এখনো নতুন,নয়া মোড় লেখিকা
রবি নজরুল ইকবাল হয়ে
চলেছি অন্তহীনা।
আমাকে ঘিড়ে স্বপ্ন বুনে
কত শত লেখিকা
কেউ হয়ে যায় স্বপ্ন সফল
কেউ ভারী অভাগা।
আমি দিন শেষে তবু সাঁজিয়া উঁঠি
রং বে-রঙ্গের সাঁজ
আমি ধ্যান জ্ঞাত জুড়ে
কবিদের মনে,করিতেছি বিরাজ।
আমি থামবো কবে
কোন সে দেশে
সে কথাটি জানিনা
চলছি দেখি কবে শেষ হয়
কবি রাজ কবি রা।
কবি পরিচিতিঃ কবি ইশরাক আল ইয়াসিফ
জন্ম ১৪ এপ্রিল ২০০৭ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার, গদা গ্রামে জন্ম গ্রহন করেন। কবি ১৩বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পুর্ন করেন। বর্তমানে নবম শ্রেণীতে অধ্যায়নরত আছেন।