গল্প কলমে ইশা ছিদ্দিকা ববী

গল্প
ইশা ছিদ্দিকা ববী

একটা গল্প হোক,
আমাদের একসাথে পথ চলার গল্প।
একসাথে পাশাপাশি বসে গল্প করার গল্প।
একটা গল্প হোক,
আমাদের দুজনের নাম দিয়ে।
যেখানে লিখা থাকবে দুজনের প্রিয় মুহূর্ত গুলো।
একটা গল্প হোক,
বারান্দা দুই জনে দুজনের হাত দরে হাটার।
একটা চকলেট দুজনে ভাগাভাগি করে খাওয়ার।
একটা গল্প হোক,
আমাদের জীবনের একে অপরের।
আপনি থেকে তুমি,তুমি থেকে তুই হয়ে উঠার।
একটা গল্প হোক,
আমাদের একে অপরকে পরিচিত হয়ে উঠার গল্প।
আমাদের ভালোবাসার গল্প।
আমাদের ব্ন্ধুত্বের গল্প।

 

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ– ইশা ছিদ্দিকা ববী
জন্ম ১ডিসেম্বর ২০০৩।জন্মস্থান : পশ্চিম শাকপুরা বোয়ালখালীর, চট্টগ্রাম বতর্মানে স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছি।

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

আরো পড়ুনঃ  দু- বছর পেরিয়ে কলমে সোহায়েব আল রাফি

1 thought on “গল্প কলমে ইশা ছিদ্দিকা ববী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *