ছোট বাচ্চাদের নিয়ে কবিতা || কচি কাঁচার দল কলমে নাদিয়া রিফাত Leave a Comment / কবিতা / By Neely Ahmmed কচি কাঁচার দল নাদিয়া রিফাতকচি কাঁচাদের নিয়ে খেলি আমি খেলা তাদের সাথে আমার কাটে সারা বেলা।নাম,দেশ ,ফুল,ফল কত খেলা খেলি তাদের নিয়ে সময় পার করে পেলি।কচি কাঁচারা আমায় আপু বলে ডাকে, আমায় সব খেলায় তারা দলে রাখে। ⧉ আরো পড়ুননামটি আমার কলমে নাদিয়া রিফাতচাঁদকে নিয়ে কবিতা || চাঁদ মামা কলমে নাদিয়া রিফাতবিজয় দিবস নিয়ে কবিতা || বিজয়ের গান কলমে নাদিয়া রিফাতমুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা || বীর বাঙ্গালি কলমে নাদিয়া রিফাতআরো পড়ুনঃ অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার