রাসুলকে নিয়ে কবিতা, উক্তি | নবীকে নিয়ে কবিতা, উক্তি | ইসলামিক কবিতা

নবীকে নিয়ে কবিতা

কিছু মাস আগে আমাদের প্রকাশনী থেকে একটি নবীকে নিয়ে কবিতার ইসলামিক যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ করা হয়। বইটির নাম হৃদয়ে মুহাম্মদ (সাঃ)।  বইটি থেকে নিচে উল্লেখিত কবিতা গুলো সংগ্রহ করা হয়েছি। এখানে প্রতিটি কবিতা প্রিয় নবী হয়রত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে লেখা। আপনি চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। বইটির মূল্য মাত্র ১০০ টাকা। বইটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পাদক মোঃ নাহিদ হাসান প্রধান বরাবর যোগাযোগ করুন। নিচে সম্পাদকের সাথে যোগাযোগের ঠিকানা পেয়ে যাবেন।

 

নবীকে নিয়ে কবিতা গুলো সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত।  তাই কিছু সংখ্যক কবিতা আজকের আর্টিকেল এ প্রকাশ করা হলো। আরো কবিতা পড়তে আমাদের প্লাটফর্মের সাথেই থাকুন। লেখালেখি সাথে জড়িত থাকলে মনে রাখবেন চিরকুটে সাহিত্যের বিকল্প নেই।

 

হে প্রিয় রাসুল | কলমে ইসরাত আলী রিয়া

 

নবীকে নিয়ে কবিতা
নবীকে নিয়ে কবিতা, উক্তি

হে প্রিয় রাসুল
ইসরাত আলী রিয়া

আমার স্বপনে তুমি,ছন্দে তুমি
তুমিই ধরণীর ফুল।
যতনে আকি,প্রেমের ছবি
হাবিবুল্লাহ প্রিয় রাসুল।

দ্বীপ্ত আলোর ঝলক তুমি
সকল গুনের আধার।
ওয়াসয়ায়ে হাসানা মানবকুলের
পিয়ারা হাবীব আল্লাহ তায়ালার।

পথ হারা সব মানুষকে তুমি
পথ দেখালে ধরে ধরে।
ধরণীটাকে বেঁধেছো তুমি
প্রেম -মমতা,ভালোবাসার ডোরে।

মাখলুকাতের সেরা তুমি
তুমিই তো পরোয়ারদিগার।
তোমার জন্য ভাগ্যহতরা
পেল সমান অধিকার।

 

হে রাসুল | কলমে মর্জিনা খাতুন

নবীকে নিয়ে কবিতা, উক্তি
নবীকে নিয়ে কবিতা, উক্তি

হে রাসুল
মর্জিনা খাতুন

আমি তোমাকে দেখি
রাতের আধারে,
বিশাল সমুদ্রের
কলকল ধ্বনির মাঝে।

তোমাকে ছেড়ে কোথাও
চায়না যেতে আমি,
যে মাটিতে গভির ঘুমে
নিমগ্ন তুমি।

তোমাকে চাই আরো একবার
অবিনাশী করে,
রয়ে যেতে চাই এ মাটিতে
সারাটি জীবন ধরে।

ভাগ্যের পরিহাসে
আমি অকালেই যেতে চায়না ঝরে,
ফিরে পেতে চাই আবারও
সকল বাধা মাড়িয়ে।

ধনী, গরিব,ধর্ম,বর্ন
এক করে দেখতে চাই,
এহনকালে হবেনা কি পুরোন?
তবে কি মরনের পরে?

 

অযোগ্য কলম | কলমে সুরাইয়া মাহমুদ

 

নবীকে নিয়ে কবিতা, উক্তি
নবীকে নিয়ে কবিতা, উক্তি

অযোগ্য কলম
সুরাইয়া মাহমুদ

কলম সাথে,কাঁপা হাতে
অশ্রুসিক্ত দু’নয়ন,
নবীর শানে লিখব কবিতা
করেছি যে দুঃসাহস।

কলম বলে–ধমক স্বরে,
“ওহে অধম মানবী!
লিখবি তুই নবীর কথা
যোগ্যতা তোর হয়েছে কী?”

অসার শব্দ গুচ্ছ,
করব কী করে নবীর প্রতি–
প্রকাশ ভালোবাসার!
আমি যে বড়ই তুচ্ছ।

চলে এলাম কলম হাতে–
ফাঁকা রেখে খাতার পাতা,
হয়নি যোগ্য কলম আমার
অশ্রু দিয়ে রেখে গেলাম–
নবীর শানে কবিতা।
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম।

 

প্রতিবেশী | কলমে কবি মিজান বিএসসি

প্রতিবেশী
কবি মিজান বিএসসি

যারা থাকে পাশাপাশি
তারাই হলো প্রতিবেশী,
চারপাশের চল্লিশ ঘর
সবে মিলে প্রতিবেশী।

যদিও হয় বিজাতী
হয় ভিন ধর্মী,
তবু তারা প্রতিবেশী
হবে সহমর্মি।

তোমার থেকে নিরাপদ
রাখবে প্রতিবেশী,
তবেই তুমি উম্মত
রাসুল(স)হবে খুশি।

প্রতিবেশীর খবর নাও
সকাল দুপুর রাতে,
যদি থাকে অভুক্ত
খাবার দাও তাকে ।

তুমি খাবে পেট ভরে
তারা অনাহারী,
মোটেই পাবে না পার
পাপ হবে ভারি ।

প্রিয় মোহাম্মদ এলো রে যখন | কলমে সাবিনা খাতুন রহিমা

প্রিয় মোহাম্মদ এলো রে যখন
সাবিনা খাতুন রহিমা

প্রিয় মোহাম্মদ এলো রে যখন,
এলো রে ঘরে নূরের আলো তখন।
এলো রে প্রিয় মোহাম্মদ রাসূল,
জগত জুড়ে এলো রে আমল।

প্রিয় মোহাম্মদ রাসূল
দ্বীনের দাওয়াত দিতে,
নিজেকে দিলো বিলিয়ে.
দ্বীনের দাওয়াত ছড়িয়ে,
শত ব্যাথার পড়ে।

আরো পড়ুনঃ  ২০২২ সাহিত্যে নোবেল জয় ফরাসি লেখিকা অ্যানির

ভুলিতে পারিবে না কভু তোমারে
হে প্রিয় মোহাম্মদ রাসূল
তুমি জগত সেরা
তুমি শ্রেষ্ঠ হেরা
তোমাকে ভুলিবে কেমন করে তাঁরা।

আঁধার চিরে দিলে তুমি নূরের আলো
তাইতো জগত বাসী,
বাসে তোমায় এতো ভালো
উম্মতের জন্য ব্যাকুল হয়ে কাঁদো।

প্রিয় মোহাম্মদ এলো রে যখন
এলো রে নূরের আলো তখন
এলো ঘরে ঘরে বরকত
তোমায় দেখিতে চাই এ মন।

কতো টা যে ব্যাকুল
সৃষ্টি সেরা তুমি হে রাসূল
হয়না কেহু তোমার তুলনা
তুমি জান্নাত বাসীর মূল।
এলো রে প্রিয় মোহাম্মদ রাসূল

হৃদয়ে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ | কলমে রায়হান রশীদ

হৃদয়ে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ
রায়হান রশীদ

ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব,
ইসলামী জীবনব্যবস্তার প্রবর্তক।
বিশ্ব জাগরণের পথিকৃৎ,
দ্বীনের সর্বশেষ বার্তাবাহক।।

সর্বশক্তিমান প্রভুর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সু-উচ্চ পথ প্রদর্শক মানব জীবনে।
সফলতা অর্জন আরবে,
বিবাদমান জনতাকে একীভূতকরণে।

প্রভু প্রেরিত নবী ও রাসূল,
ইসলাম ধর্মের প্রচারক।
যার সকল কর্ম সুন্নাহ,
তার হাদীস কর্মে সহায়ক।।

মহাগ্রন্থ আল কুরআন,
যার উপরে প্রেরণ।
তার আদর্শের তথা,
ইসলামিক সভ্যতার গড়ন।।

 

শিশু মুহাম্মাদ (সঃ) | কলমে এ কে মাজহার

শিশু মুহাম্মাদ (সঃ)
এ কে মাজহার

পাঁচশত সত্তর খ্রীষ্টাব্দে ১২ই রবি
সোমবার সুবহে সাদিকের আগে,
দুনিয়াতে সূর্যের আলোর নেয়
এসেছে আলোর ফোয়ারা হয়ে।

আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে
বনু হাশেমী, মোত্তালিব গোত্রে,
এক মহা খুশির সংবাদ নিয়ে
এসেছে মুহাম্মাদ (সঃ) এই ভবে।

জগতের যত কালো দুষিত ছাঁয়া
আর যত ছিল কলুষিত পাপ,
রহমত হয়ে আসিলেন তিনি
করে দিলেন সবগুলো সাফ।

সম্মানিতা মাতা আমিনার গর্ভে
গুণধরী হালিমা সাদিয়ার কোলে,
এসেছে জগতের জ্যোতি,প্রিয় নবী
জাতির মুক্তি,নাজাতের বাণী নিয়ে।

সীরাতে রাসুল (সঃ) |  কলমে এ কে মাজহার

সীরাতে রাসুল (সঃ)
এ কে মাজহার

নিখিল ধরনীতে আসিলো মহামানব
অকৃত্রিম ভালোবাসার পরশ নিয়ে,
হিদায়াত,মুক্তির চাবিকাঠির জনক
আগমন তার কল্যাণী অমৃত সুধা হয়ে।

সারাটি জীবন তাহার হইলো গুজার
সাম্যের বাণী পৌঁছানোর কর্মের মাঝে,
আপন-স্বজনের মাঝে হইলো দুশমন
মুক্তির পথে আহ্বান করতে গিয়ে।

সূচনাকাল পঁচিশ বছর,ছিল প্রিয় পাত্র
অতঃপর পনেরোটি বছর,ইবাদতে মগ্ন,
একচল্লিশ বর্ষে পেলেন খোদায়ী নবুয়ত
মানুষের দ্বারে ঘুরে দিলেন মুক্তির ডাক।

হাঁসি-ঠাট্টা সীমাহীন কষ্ট নিল যে তাকে
শুনিলো না কেউ তার মুক্তির আহ্বান,
যারা মহাবানী শুনে চলিল তাহার পথে
উভয় জাহানে তারা হয়ে গেল ভাগ্যবান।

 

প্রিয় নবী মুহাম্মদ (সঃ) | কলমে আবু সাঈদ

 

প্রিয় নবী মুহাম্মদ (সঃ)
আবু সাঈদ

যার জন্য রহমতপূর্ণ বিশ্ব ধরণী কূল,
সে তো আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল (স:),
যার জন্য মুমিন হৃদয় সর্বদা আকুল,
সে তো আমার বিশ্বনবী মুহাম্মাদ রাসূল(স:)।

খোদার প্রিয় হাবীব তুমি,রহমাতাল্লিল আলামিন,
চলবে যারা তোমারি পথে হবেনা তো বিলীন,
সত্য তোমার কান্ডারি বলে পেয়েছো উপাধি আল-আমিন,
জ্বাললে তুমি আলোর দিশা,সাইয়্যেদুল মুরসালিন।

তুমি দ্বীনের জন্য হয়েছো ধন্য,সয়েছো কত আঘাত,
তবুও তোমার দ্বীন প্রচারে ঘটেনি একটু ব্যঘাত,
তোমার উপর নাযিল হলো আল কুরআনের আয়াত,
তুমি ঘরে ঘরে ছড়িয়ে দিলে ইসলামেরই বায়াত!

 

নবী | কলমে হাবিবুর রহমান

 

নবী
হাবিবুর রহমান

নবী মোর পরশ পাথর
সোনার চেয়ে দামি,
তাহার তরে বিলিয়ে দিবো
আমার হৃদয় খানি।

নবীর তরে কাঁদে যে মন
মমিন বলি তারে,
নবীর কথা ভাবলে তবে
হৃদয় ভাসে সুখে।

আরো পড়ুনঃ  ওলটপালট কলমে মুহাম্মদ জয়নুল আবেদীন

নবী আমার আছেন শুয়ে
সোনার মদিনায়,
লক্ষ মানুষ কাঁদে যেয়ে
তাহারও রওজায়।

মক্কা বিজয় করে নবী
শান্তি দিলেন এনে,
তাহার কথা বিশ্ববাসী
আজো স্মরণ করে।

মায়ার নবী প্রেমের নবী
শেষ বিদায়ের আশা,
হৃদয় মাঝে রাখবো গেঁথে
আমার নবীর কথা।

 

হৃদয়ে মুহাম্মদ (সঃ) কলমে শামীমা আক্তার

হৃদয়ে মুহাম্মদ (সঃ)
শামীমা আক্তার

হে আমার নবী
হে আমার রাসূল
মুহাম্মদ (সঃ)
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ নবী
শ্রেষ্ঠ রাসূল
আল্লাহর বন্ধু
উম্মতের সুপারিশকারী
চাঁদের চেয়ে সুন্দর তুমি!
শেষ নবী তুমি
তুমি মহামানব
সত্যের পথিক
মানবতার উদাহরণ
ক্ষমার দৃষ্টান্ত
বিশ্ব মানবের জন্য আলোকবর্তিকা
আমাদের পথের দিশা
হে আমার প্রিয় নবী
দরূদ পড়ি তোমার নামে
তোমার উম্মত হয়ে ধন্য জীবন
হে আমার প্রিয় রাসূল
হৃদয়ে রেখেছি তোমায়
হযরত মুহাম্মদ (সঃ)।

 

প্রিয় নবী | কলমে মোঃ ওমর ফারুক রুমি

প্রিয় নবী
মোঃ ওমর ফারুক রুমি

আমার প্রিয় নবী ধ্যানের ছবি
মনের গোপন নিড়ে
আঁকিয়াছি সেই প্রেমের ছবি
আখিতে দেখিনি তারে।
না জানি কত সুন্দর সে মানব
কী বা রূপ তাহার,
পারওয়ার দিগার দেখায়ে দাও
স্বপ্নযোগে একবার।
তাহারে দেখিবার আসা মনে লয়ে
পার করি দিবা রাত,
দু-নয়নে নাইকো নিদ্রা হই
এই কাত ঐ কাজ।
না দেখিয়া তারে বাসিয়াছি ভালো
সে যে হৃদয়ের সন্ধান,
তাহারে ভাবিতে চাহি না কোলাহল
চাহি শীতল নির্জন।
তাহার প্রতি হাজার দরুদ
মুহাব্বাত তাহার তরে,
তাহার আদর্শ গরিবো জীবন
রাখিয়া হৃদ মাঝারে।

 

শ্রেষ্ঠতার নিদর্শন | কলমে তানজিলা রহমান

শ্রেষ্ঠতার নিদর্শন
তানজিলা রহমান

আরব যখন ডুবে ছিল
ঘোর আঁধারে,
ধরার বুকে এলে তুমি
আলোকিত এক ভোরে।

মানবাত্মা জর্জরিত ছিল
যখন অত্যাচারে,
নিজেকে বিলিয়েছো তুমি
সাম্যের প্রচারে।

জীবন সংগ্রামে ছিলে‌ তুমি
বজ্র কঠোর,
স্বীকৃতি পেয়েছো তুমি
সত্যের কষ্টিপাথর।।

জীবনাদর্শে ছিলে তুমি
সর্বদা নির্ভীক,
মানবের কল্যাণে
নিয়োজিত মূর্তপ্রতীক।।

ধৈর্য্য- সহিষ্ণুতায় ছিলে তুমি
অসীম উদার,
জ্ঞানসাধক হয়ে করেছো
জ্ঞানের বিস্তার।।

শত্রুর যন্ত্রণা করেছো তুমি
হাসি মুখে বরণ
সৃষ্টিকূলের সেরা তুমি
শ্রেষ্ঠতার নিদর্শন।

 

বিশ্ব নবী (সা:) | কলমে এবি মাহমুদ

বিশ্ব নবী (সা:)
এবি মাহমুদ

ধরিত্রী মোর ধন্য হল
মোর নবীজীর(সা:)তরে;
সে নবীজীর(সা:)কুৎসা হলে
ঘৃণা করি তাদের বারে বারে।

একবার নই,দুইবার নই
বলি বারবার কবিতার সূরে;
মোদের নবী(সা:),মোদের জান
ভালোবাসি বারে বারে।

মুসলিম দেশে মোদের আবাস
ইসলাম মোদের ধর্ম;
নবীর(সা:)সুন্নাত আঁকড়ে রাখা
মোদের আসল কর্ম।

মোদের নবীজীর(সা:) ইজ্জত নিয়ে
তুলে কেউ আঙ্গুল একবার;
তাদের আঙ্গুল ভাংতে মোরা
লড়ব মোরা শতবার।

ট্রাম,পুতিন ও জনসন নই
মোদের শ্রেষ্ঠনেতা;
প্রাণের নবী(সা:)বিশ্ব নবী(সা:)
মোদের বিশ্বনেতা।

দুর্ভাগা সব নাস্তিক তোরা
নির্লজ্জ বেশরম ;
বিশ্বনবীর(সা:) মান রক্ষায়
সজাগ মোরা হরদম।

নবী মুহাম্মদ | কলমে আল্-ইমরান রহমান

নবী মুহাম্মদ
আল্-ইমরান রহমান

জান্নাতের উচ্চ মাকামের চৌকাঠে কি লেখা আছে যাহাকে খোদা দিয়েছে এতটা দাম,

আলোর পথের শ্বাশতময় কল্যান সে আমার নবী মুহাম্মাদের নাম।

আগমন করেছিল সে মা আমেনার গর্ভ থেকে মক্কা নগরীর বুকে,

মক্কাকে যিনি করেছিলেন ধন্য তব, আবার মক্কাতেই কেঁদেছেন ধুকে।

ভুলেছি মানুষ আজ তব সৃষ্টি করিয়াছে তাকে, খোদার ইবাদাতে থাকতে তব ন্যস্ত,,

খোদার হুকুম আহকাম ভুলে আজ দুনিয়ার কাজে সবাই ব্যাস্ত।

আরো পড়ুনঃ  প্রেমনামা

ভুলেছি আজ আখিরাত পুলসিরাত আর কিয়ামতের কথা, শুধু দুনিয়ার মোহে ধান্দা-

ঐ নাম জপেই খোদার কাছে হতে চাই আমি আসল মুমিন বান্দা।

মর্যাদাময় করিল মরুময় মক্কা নগরীর ধুলিকে তাহার পদ দলিত ছাপ,

মরনের আগে দিও আমায় খোদা ওই ধূলিকে আমার অঙ্গে মাখার, তব যে আমি হব নিষ্পাপ।

ভাবেনি কখনও কভু নিজেকে নিয়ে, কেঁদেছে সারা জিন্দেগী শুধু উম্মাতের কথা ভেবে-

সে যে হল খোদার বন্ধু, প্রিয় নবী মুহাম্মদ।।

 

বিশ্ব নবী | কলমে বিপ্লব

 

বিশ্ব নবী
বিপ্লব

মরুর বুকে ঝর্ণা হয়ে
হলেন যিনি আবির্ভাব,
জগত জনের ব্যথায় যিনি
হলেন শরীক সমভাগ।
যার আগমনে এ ধরায়
নামল রহমতের ঢল,
আনন্দেতে মুখর হলো
আকাশ, বাতাস, বনস্থল।
মাঠ, প্রান্তর, সাগর, নদী
খুশির বানে ভাসল সব,
বিশ্ব প্রভুর সকল সৃষ্টি
মাতল যেন মহোৎসব।
আহ্লাদে গান উঠল গেয়ে
ফেরেস্তা, জিন ও ইনসান,
পাপ পৃথিবী হয়ে গেল
হটাৎ যেন পূণ্যে স্নান।
ব্যথী পেল ব্যাথার সাথি
এতিম পেল মা ও বাপ,
চির দুখী উঠল হেসে
চলে গেল মনঃস্তাপ।
নিপীড়িত ফিরে পেল
বাঁচার নব আশ্বাস,
চিরতরে থেমে গেল
ধরা মাতার দীর্ঘশ্বাস।
দোজাহানের বাদশা হয়েও
দীন দরিদ্রের মত,
হাসি মুখে করে দিলেন
জীবন যিনি গত।
তিনিই হলেন বিশ্ব নবী
বিশ্বে শান্তিরই বাহক,
সেই নবীরই হাতটি ধরে
কে যাবি আয় স্বর্গলোক।

 

বিশ্ব নবী (স.) |  কলমে জান্নাতুল ফেরদৌস ডলি

 

বিশ্ব নবী (স.)
জান্নাতুল ফেরদৌস ডলি

তুমি হৃদয়ের স্পন্দন,তুমিই সকল সুখের শিখড়,
আধারে ডুবে ছিল সব,আলোকিত করলে বিশ্ব নগর।
তোমার আগমন দিয়েই পৃথিবী পেলো তার পুর্ণতা;
আকাশ-বাতাস,পাহাড় সবই মুগ্ধ দেখে তোমার সততা।

সৃষ্টির শ্রেষ্ঠ মানব তুমি,তুমিই সকল মাখলুকাতের সেরা,
যাহার উপর এমন মর্যাদাবান কিতাব নাযিল হলো;যাকে দেয় অজস্র ফেরেস্তা পাহারা!
তোমার প্রেমে পাগল যারা কেবলই তারাই পায় যে এই ইশারা;
দোযখ হয়ে যায় নিষিদ্ধ, অন্তর হয় পরিশুদ্ধ দেখিলে নূরের বধন চেহারা।।

এত গুণে গুণান্বিত তবু ছিলনা যাহার বিন্দু মাত্র অহংকার,
পথভ্রষ্ট হয়ে কত জাতি করলো আঘাত;তবু তিনি করলেন না তাদের প্রহার।
প্রেম-ভালোবাসায়, দয়া-মায়ায়,ক্ষমাশীলতায় অন্তর পরিপূর্ণ ছিল যাহার,
তিনিই আমার প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর!

সাত আসমান পাড়ি দিয়ে প্রভুর দর্শনে গিয়েও যিনি উম্মত ছাড়া নিজের জন্য কিছুই চাইলেন না,
সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি,নেইকো আমার খুশির সীমানা!!
হেদায়েতের চাবিকাঠি তুমি-নিয়ে এলে অশেষ রহমত ;
তুমিই আমার কলিজার টুকরো বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.)।

 

হে রাসুল | কলমে ইসমত আরা আয়াত

হে রাসুল
ইসমত আরা আয়াত

তপ্ত মরুর বুকে তুমি
রিমঝিম বৃষ্টি,
মহান রবের রসূল তুমি
অপরূপ সৃষ্টি।

দেখিনি কভু তোমায়
নয়নে’তে একবার,
মনের পাতায় তোমার ছবি
এঁকেছি বারবার।

আধাঁর মনে তুমি এসে
জ্বেলে দিলে আলো,
তোমায় পেয়ে বিশ্ব নিখিল
ঘোচালো সব কালো।

ভুবন মাঝে আমি তোমার
দ্বীনের অনুসারী ,
তোমার চলা একই পথে
জীবন যেন হয় পারি।

 

নিয়মিত কবিত গল্প ও প্রবন্ধ পড়ুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *