নিম্নমধ্যবিত্ত কলমে মুসাইবা আলম হৃদিমা

নিম্নমধ্যবিত্ত
কলমেঃ মুসাইবা আলম হৃদিমা

আসসালামু আলাইকুম
আমি করিম। শুধু করিম নামের আগেও কিছু নেই পরেও কিছু নেই। আমি ডায়েরি লিখতে অনেক ভালোবাসি কিন্তু হয়তো আজ আমার জীবনের শেষ লেখা ডায়েরিতে। আজ ৬ ই মার্চ ২০২১ আমি আমার জীবন শেষ করে দিতে চাচ্ছি। যাকে বলে সুইসাইড। হ্যাঁ সুইসাইড করবো আজ আমি। আমি সুইসাইড কেনো করবো নিশ্চয়ই ভাবছেন আপনারা, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও যা চাই তাই পাই কিন্তু তবুও আমি কেন সুইসাইড করবো? শুনেন তাহলে, আমি আগে মানে আজ থেকে আট মাস আগে অনেক চঞ্চল ছিলাম সারাদিন বদমাইশি,
দুষ্টুমি করতাম। আমি তিন বছর ধরে ক্রিকেট শিখছি। পরিবার থেকে দিতে চায়নি কিন্তু আমি অনেক কান্নাকাটি করে ক্রিকেট এ ভর্তি হলাম এরপর আমার চোখে স্বপ্ন চলে এলো জাতীয় পর্যায় খেলবো।অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলবো। তখন অনেক টা দুষ্টুমি কমে গেলো। সারাদিন ব্যাস্ত থাকতাম কিন্তু আট মাস আগে আমার বাবা মারা যায় হঠাৎ করে। আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের আর্থিক সমস্যা দেখা দিলো। এর ফলে আমার পরিবার থেকে আমাকে বললো আমাকে ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে।এটা শুনার পর আমি প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। আমার প্রিয় খেলা আমার সব স্বপ্ন বির্সজন দিতে হবে। আমার পরিবারের যা কথা তাই কাজ কিছু তো করার নেই আমি নিরুপায়। কিন্তু আমি কিছু তেই মানতে পারতে ছিলাম না। আমার অনেক কষ্ট হচ্ছে। কয়েক দিন আগে আমার কোচ আমাকে ফোন করে বলে “কিরে করিম খেলতে আয় আর আজ তো?মেডিকেল টেস্ট এর লাস্ট ডে”। আমি বললাম, “কোচ আমি আর ক্রিকেট খেলবো না। আমার পক্ষে সম্ভব না”। কোচ বললো, “কেন তুই তো খুব ভালো খেলিস তুই জাতীয় লেভেল এ খেলার যোগ্যতা রাখিস”। আমি আর কিছু না বলে ফোন কেটে দেই আর মনে মনে কান্না করতে থাকি, আর ভাবি আমি কেনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের হলাম? কেনো আমার স্বপ্নকেই বিসর্জন দিতে হলো। কিন্তু অবশেষে আমি আর মানতে পারছিনা তাই এই সুইসাইড এর সিদ্ধান্ত টা নিলাম। কিন্তু এখন আরেক টা কথা ভাবতে হচ্ছে আমার যদি কিছু হয়ে যায় আমার মা তো পাগল হয়ে যাবে, আপু-ভাইয়ারা তো নিজেকে অপরাধী ভাববে। এখন কি করবো ঠিক বুঝতে পারছি না। নিজের স্বপ্ন বিসর্জন দেওয়াটা কিযে কষ্টের সেটা শুধু তারাই জানে যারা নিজের স্বপ্ন কে বিসর্জন দিয়েছে। আমি এখন সুইসাইড যে করবো তার জন্যও আমাকে ভাবতে হচ্ছে সুইসাইড করবো কি করবো না? কিন্তু এভাবে আর বাঁচতেও ইচ্ছে করছে না। আমার ক্রিকেটে পাওয়া ক্রেস্টগুলো দেখলেই কান্না আসছে। আচ্ছা নিজের স্বপ্ন কে বিসর্জন দেওয়া আর সুইসাইড করার জন্য ভাবাকেই কি নিম্ন মধ্যবিত্ত বলে? 

আরো পড়ুনঃ  বান্ধবীকে নিয়ে লেখা গল্প
আরো পড়ুনঃ চিরকুটে সাহিত্য 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *