
নির্ভিক বীরাঙ্গনা
কথা ও কলমে ফারিয়া
আমি নারী!
আমি অদম্য শক্তি।
আমি হার না মানা এক বীর তরুণী।
আমি যুদ্ধ করে চলি প্রতিনিয়ত!
কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে।
এই নিষ্ঠুর বর্বর সমাজে বাঁচতে হলে আমাকে যে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে।
কারণ! আমি যে এক হার না মানা বীরাঙ্গনা তরুণী।
আমি হাসি,আমি হাসাই।
কিন্তু আমি কাঁদি চুপিসারে জায়নামাজে।
বীরাঙ্গনা নারীরা সবার সামনপ কাঁদে না,
তারা যুদ্ধে বিজয়ী হয়ে তবেই কাঁদে, তবে সেই কান্না কষ্টের নয়,সেই কান্না হলো একজন বীরাঙ্গনা নারীর বিজয়ী কান্না ।




