বাবার কাছে চিঠি লেখার নিয়ম

বাবার কাছে চিঠি লেখার নিয়ম

বাবার কাছে চিঠি লেখার নিয়ম

আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার আদর্শ। প্রথম পথচলা বাবার হাত ধরে, প্রথম ডাক বাবা। আমার সবচেয়ে কাছের মানুষ আমার বাবা। বাবা নামের এই বটগাছ প্রতিটা সন্তানের জন্য আশিরবাদ স্বরুপ, এক অমুল্য সম্পদ। আমার বাবা আমার হ্রদয়ের গভীরে থাকে, তার ছায়ায় আমার জীবন এর শক্তি। আমার সবচেয়ে ভালো বন্ধ মার বাবা। তার সাথে আমি মন খুলে কথা বলতে পারি আমার সব দুঃখ শেয়ার করতে পারি। আমার সব ভালো কাজের পিছনে একমাত্র অবদান আমার বাবার। আমার বাবাই আমার সবচেয়ে বিশ্বস্ত পথ প্রদর্শক। বাবাদের আলো আমাদেরকে ভালোবাসার পথ দেখায়। প্রতিটা সন্তানের জীবনে তার বাবার শক্তি তুলনাহীন। এটা নিঃসন্দেহে নিঃশর্ত এক ভালোবাসা। একজন বাবার ভালোবাসার সামনে দুনিয়ার সব ভালোবাসা মূল্যহীন। যাদের বাবা আছে তারা অনেক বেশি সৌভাগ্যবান। যাদের বাবা নেই তারা জানে বাবা হারানোর বেদনা কি, আমি আমার খুব কাছের মানুষ কে যন্ত্রনায় কাতরাতে দেখেছি রাতের পর রাত কাদতে দেখেছি তার বাবার জন্য। বাবার সাথে তার মধুর সম্পর্কের গল্প শুনে যে কেউ চোখের পানি আটকে রাখতে পারবেনা। আল্লাহ সব বাবাদের ভালো রাখুক শান্তিতে রাখুক। আমার বাবা আমার চিরকালের সর্বত্তোম বন্ধু। আমার বাবা আমার জীবনের সেই শক্তি যা দিয়ে আমি হাজার যুদ্ধ জয় করতে পারবো।

 

প্রিয় বাবা,

বাবাদের ভালোবাসেনা এমন সন্তান খুব কম আছে হয়তো, কিন্তু এই ভালোবাসা এই শ্রদ্ধার কথা কখনোই মন খুলে বলা হয়ে ওঠে না অনেকেরই, এর মধ্যে আমিও একজন বাবা, তোমাকে কখনো বলতে পারিনি কতটা ভালবাসি তোমাকে। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবেনা কখনো, বাবা তোমার আত্নত্যাগ আমাদের জন্য কতটা আমি সেটা জানি। কতটা বিসর্জন দাও, নিজের জন্য না ভেবে পরিবার আর সন্তানের কথা ভাবো আমি বুঝি বাবা।

আরো পড়ুনঃ  বাবার লেখা চিঠি | বাবার চিঠি কলমে শাহ্ কামাল

হাজারো কঠিন পরিস্থিতিতে একা মোকাবেলা করে যাও ঢাল হয়ে পাশে থাকো। নিজের জীবনের ঝুঁকি নিতেও একবার ভাবনা। প্রতিটা সন্তানের জীবনে প্রদিপ শিখা হয়ে জ্বলে থাকো সবসময়। রাগ দেখিয়ে, ভালোবাসা প্রকাশ না করে শাসন করে যে ভালোবাসার সবটা আমাদের বিলিয়ে দাও আমি সবটায় বুঝি বাবা। তুমি না হেসে আমাদের হাসানোর চেষ্টা করে যাও সবসময়, আমি জানি এই দুনিয়ায় সব বদলে গেলেও বাবাদের ভালোবাসা তার পরিবার তার সন্তানের জন্য বদলাবে না কখনো। ছোট বেলা যখন শুনতাম অনেক খারাপ মানুষ থাকলেও একটাও খারাপ বাবা নেই কোথাও, এই কথাটার মানে তখন না বুঝলেও এখন ঠিক বুঝি বাবা। লাখো শব্দের ব্যবহার করেও তোমার প্রতি আমার ভালোবাসা সম্মান প্রকাশ করা সম্ভব না।

আমি দুনিয়ার সবথেকে সৌভাগ্যবান মানুষ যার মাথার ওপর তার বাবার ছায়া আছে।এভাবেই আঘলে রেখো বাবা আদরে শাসনে। অনেক ভালোবাসি বাবা।

ইতি
তোমার মেয়ে
সায়লা ওয়াহেদ

 

 

ওগো বাবা,

আমার বাবা, আমার অনেক অনেক ভালোবাসার বাবা। যাকে ছাড়া আমার পুরা জীবন কিছুই না, আমার অস্তিত্বের কোন মানে নেই যাকে ছাড়া, তুমি আমার সেই মানুষ বাবা। তোমাকে আকাশের অসীম বিশালতা সমান ভালোবাসি বাবা।
আমার জীবনে সবথেকে বেশি ভালোবাসি তোমাকে আমি। তুমি বাইরে থেকে এসে ঘরে ঢুকেই আমাকে দেখে যে হাসিটা দাও, এই হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি,যে হাসিতে কোন মিথ্যে নেই, কোন অভিনয় নেই কোন ভণিতা নেই। একটু বাইরে গেলেই কোথায় গিয়েছি বার বার কল দিয়ে কখন আসবো বলে জানতে চাওয়া অস্থির হয়ে যাওয়া শুধু মনে হয় বাবারায় পারে। বাবা তোমাকে দেখলে আমি স্বস্তি অনুভব করি, তোমার ছায়া আমাকে শক্তি জোগায় নিজেকে আরও সুন্দর ভাবে সামলে নিতে, সব বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে। বাবাদের মতো সুন্দর মনের মানুষ হয়তো খুব কম আছে। কিন্তু তুমি সবার চেয়ে আলাদা বাবা। তোমার চেহারায় এতো মায়া, এতো মুগ্ধতা যা আমি আর কারও মাঝে খুঁজে পাইনি কখনো। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে নেই..?
এর উত্তরে যখন আমাদের দেখিয়ে বলো আমার মেয়েরায় আমার ছেলে, এই যে আমার বড়ো মেয়ে আমার বড়ো ছেলে। তখন মনে হয় এই দুনিয়ায় এর চেয়ে সুখের কি আর কিছু হতে পারে..! আমার জানা নেই, আর জানতেও চাইনা। এই সুখ এই আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই আমি। আমার বাবার মতোন আর কেউ নেই কোথাও আর কেউ নেই। আমার বাবা অসাধারণ মানুষ তার মতো এতো সৎ এতো নিষ্পাপ মানুষ আমি আর একটা দেখিনা।
আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।
আমি চাই তুমি অনেক ভালো থাক, পৃথিবীর সব সুখ তোমার হোক।

আরো পড়ুনঃ  ২টি সেরা স্ত্রীর কাছে প্রবাসী স্বামীর চিঠি ২০২৪

ইতি তোমার মেয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *