হারাম রিলেশনের মহামারি এই সমাজকে গ্রাস করেছে। আমরা যারা স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ব বিদ্যালয়ে পড়ি, তারা সবাই জানি প্রেম-ভালোবাসা বর্তমানে কোন পর্যায়ে পৌছে গেছে। এগুলো থেকে নিজেকে আলাদা সবচেয়ে বড় কঠিন কাজ। অন্যের এই অন্যায় দেখে যেখানে তাদের নিষেধ কিংবা এড়িয়ে যাওয়ার কথা, সেখানে আমারও আফসোস করি! আমার যদি একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতো। শুরুতে অনেক নেক ইচ্ছে থাকে, কিন্তু সময়ের পালাক্রমে তা আর ঠিক থাকে না। সেটা যেই হোক মেয়ে বা ছেলে। সুতরাং হারাম সম্পর্কে না জড়িয়ে নিজ অভিবাকের কাছে আবেদন করুন, তাদের বলুন, সরাসরি বলতে পারলে লেখুন, তার পরেও বলুন। এখানে লজ্জার কিছু নেই, নিজের হেফাজত করুন।
বিয়ে করার জন্য বাবার কাছে সন্তানের চিঠি
বরাবর,
প্রিয় বাবা/অভিভাবক
বিষয়ঃ আমাকে বিয়ে করিয়ে দিন।
বাবা,
আমি আমার চরিত্র পবিত্র রাখার জন্য বিয়ে করব। রাসূল (স.) বলেছেন – বিয়ে করলে চরিত্র পবিত্র থাকে, দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করা যায়। অর্থ্যাৎ দ্বীন পালন করার অধিক সহজ হয়।
বাবা আপনার প্রশ্ন হয়তো এমন হতে পারে, বিয়ে তো করবে বুঝলাম। কিন্তু বিয়ে করার টাকা পাবে কোথায়?. আর বউকে খাওয়াবে টা কি?
বাবা, রাসূল (স.) বলেছেন – যে বিয়ে সহজে সম্পন্ন হয়, তাই উত্তম বিয়ে আর একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়। বিয়ের পর আমার খাবারই দুজনে মিলে খাবো, আল্লাহ বরকত দিবেন। আমি এই নস্ট সমাজ থেকে নিজের দ্বীন ও চরিত্র রক্ষা করতে চাই।
ইতি
আপনার ছেলে
নিয়মিত পড়ুন এবং লেখুন আপনার প্রিয় চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |