বিশ্বকাপ ফুটবল
বখতিয়ার উদ্দিন
চার বছর অন্তর আসে বিশ্বকাপ
নব্বই মিনিট ধরে দুই দলে চাপ।
বত্রিশটি দেশ থাকে খেলা আয়োজন
হার জিত থাকে তবে মহা বিনোদন ।
তারকা খেলোয়াড় যে প্রায় দলে আছে
যার যেটা ভালো লাগে খেলা দেখে নাচে।
এবারের খেলা হচ্ছে কাতারের দেশে
শুরু হলে ভিন দেশে টিভিতে যে ভাসে।
খেলা হলো বিনোদন পুরা বিশ্ব জাগে
দল করি খেলা দেখে মনে ভালো লাগে।
গ্রাম গঞ্জে চা দোকানে জাঁক বেঁধে থাকে
শহরে বড় পর্দায় বিশ্বকাপ দেখে।
পায়ে খেলে গোল দেয় জালে ঢুকে বল
ফাইনালে কাপ পায় জয় এক দল।