মুগ্ধতা
লেখাঃ- তানভীর আহমেদ
• চা নিবেন?
কবিতা নিব, অবনী বাড়ি আছো
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো ?’
• শক্তি চট্টোপাধ্যায়ের লেখা…!
• ধরে ফেললে, আমি জানতাম সুন্দরীরা কবিতা পড়ে না। অন্যের কবিতা লেখার কারণ হয়।
• আমি মোটেও সুন্দর না৷
• তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!
আমি সেই নগরের নাগরীক।
• মেঘদূত…
• তুমি আমায় লজ্জায় ফেলে দিলে। সুন্দরীরা এত চতুর হয় জানা ছিল না।
• অনেকদিন ছাদে যাওয়া হয় না
• কেন নীল রং পছন্দ না?
• বিষাদ কে বা পছন্দ করে?
• আমার স্বপ্নে তোমার আকাশটা ছিল লাল
তুমি এসে বলেছিলে ” ভালবাসা নিবে নাকি দিবে? ”
সমগ্র শক্তি দিয়ে চেষ্টা করছি ঘোর কাটিয়ে প্রতিউত্তর দেওয়ার ; তুমি একে একে গল্প বলছ, আমি মুগ্ধতায় নির্বাক তাকিয়ে!
স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বস্তু জানুন >> রসুনের উপকারিতা, অজানা ১০ টি উপকারিতা সম্পর্কে জানুন |