শেষ উপহার তুমি ৩য় পর্ব
লেখিকাঃ মাহী সুলতানা রুমা
“_অনু চেঁচিয়ে চিৎকার করে আরুশি কে ডাকে । এবং আরুশি এক চোখ খুলে দেখে অনু কি করে । একবার চোখ বন্ধ করে আর একবার চোখ খুলে আরুশি “”
__হঠাৎ অনুর চোখ পড়ে গেলো আরুশির দুষ্টুমির দিখে । অনু বুঝতে পারলো আরুশি তার সাথে দুষ্টুমি করছে । অনু একটা মেয়ে কে ডাক দেই । আর বলে একটা মোটা বাঁশ নিয়ে আস তো। আরুশি এক চোখ খুলে ভ্রু কুচকে তাকালো আর ভাবলো মোটা বাঁশ দিয়ে অনু কি করবে??
__মেয়েটি একটা মোটা বাঁশ এনে অনুকে বলে । কি করবি বাঁশ দিয়ে?
__অনু মুখ ভেংচি দিয়ে বলে এই যে একটা কুত্তা । কুত্তার ভয়ে শুয়ে আছি না। তাকে বাঁশ দিয়ে পিটিয়ে এখন ভালো করবো। আমি শুনেছি বাঁশ দিয়ে পিঠলে নাকি কুত্তা কে যারা ভয় পেয়ে মাথা ঘুরে পডে যাই তারা ভালো হয়ে যাই।
__অনু বলে এই বাঁশ টা ধর। আমি হাত টা একটু গুছিয়ে নি। আজ আরুশিকে ভালো করবো । বাঁশ দিয়ে আরুশি কে যখন মারতে যাবে তখন ই আরুশি এক লাফ মেরে উঠে অনুকে বলে..
__দেখ অনু আমি ভালো হয়ে গেছি । বোইন এবার বাঁশ টি পেলে দে । আমি এতোক্ষন অভিনয় করছি তোর সাথে দুষ্টুমি করছি ।sorry দোস্ত!
__অনু বলে এক শর্তে তোকে মারবো না ।
__আরুশি বলে কি শর্ত??
__ অনু বলে তুই এখন দশবার কান ধরে উঠবি আর বসবি ।
আরশি বাধ্য মেয়ের মতো শাস্তি মেনে নিলো।
তারপর দুইজন ক্লাসে চলে গেলো ।
এইভাবে দুইজনের খুনসুটি তে কলেজ ভরে উঠে ।
সারাক্ষন ঝগড়া ঝাটি, মান অভিমান, আর ভালোবাসায় তাদের বন্ধুত্ব গড়ে উঠে।
একদিন অনু আরশিকে বলে আচ্ছা দোস্ত তুই কখনো প্রেম করবি? তখন আরশি বলে হুম অবশ্যই !
কেনো জানিস?
__মানুষের জীবনে প্রেম করা লাগে না , প্রেম এসে যাই …!
আবার ভালো লাগা কাকে বলে জানিস অনু??
ভালো লাগা আর ভালো বাসা এক না,
__ভালোবাসা হচ্ছে দুই জন প্রেমিক এর মনের মিল দুইজন একে অপরকে ভালো বাসবে, অভিমান করবে , অভিমান ভাংবে, দিন শেষে ঝগড়া ঝাটি মান অভিমান এর পর ও যে পাশে থাকবে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা..!!
___~ ভালোলাগা হচ্ছে
___~যাকে আমি পছন্দ করেছি কিন্তু সে আমার ভাগ্যে নেই
ভালো লেগেছে কিন্তু ভালোবাসতে হবে এমন কোন কথা নেই ..!!
__ বুঝলি অনু??
অনু বলে হুম বুঝলাম..!
__আরশি বলেআচ্ছা তুই কি আমাকে কখনো ছেডে যাবি ??
অনু বলে ..
__~ ভালোবেসে যারা থেকে যাই ,মান আভিমান ঝগড়া ঝাটির পর ও সেটা যদি হয় প্রকৃত ভালোবাসা
তাহলে
___~ বন্ধুত্বের মধ্যে ঝগড়া ঝাটি, মান অভিমান এর পর যে থেকে যাই তারা হচ্ছে ই প্রকৃত বন্ধু ..!
আর যারা …
__~ঝগড়া ঝাটি মান অভিমান এর পর ও যে তোমার ভুল খোঁজে সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না , সে কখনো তোমার বন্ধু, কিংবা ভালোবাসার মানুষ হতে পারে না ..!
__~আচ্ছা আরুশি তুই যাকে ভালোবেসবি সে কেমন হবে?
__ আরশি লজ্জা পেয়ে গেলো । মুখটি টমেটোর লাল হয়ে গেলো।
__ আরুশিকে এইভাবে লজ্জা পেতে দেখে অনু দুষ্টুমি কন্ঠে বলে এতো লজ্জা পাচ্ছিস কেনো বলতো??
__ আরুশি এবার অনুকে বলে একটা কথা কি জানিস আমি যদি ছেলে হতাম তোকে বিয়ে করে পেলতাম।( একটা শয়তানি হাসি দিয়ে কথা টি বল্লো)
___ অনু বলে জাহ এইসব মশকরা করিছ আমার মতো কালো মেয়েকে কে বিয়ে করবে শুনি??
__ আরশি বলে আমি ই করবো । আর তোকে কে বলেছে তুই কালো , তুই আমার কাছে চাঁদের আলো বুঝলি ??
অনু বলে আমার আম্মু বলেছে । ( এই কথা বলে হেসে দিলো)
আরশি অনুর দিকে তাকিয়ে ছিলো । ওর হাঁসি টা দেখতে কী মাশাআল্লাহ অপূর্ব । অনু দেখতে যেমন সুন্দরী ছিলো ঠিক তেমনি আচারন ছিলো মধুর মতো মিষ্টি । সব সময়ই সত্যিই কথা বলতো।
____ আরুশি কি হা করে তাকিয়ে থাকতে দেখে অনু একটা কাশি দিলো । আর দুষ্টুমি কন্ঠে বল্লো কিরে প্রেমে পড়ে গেলি নাকি ( মুচকি হেসে বললো)
চলবে ?