স্বপ্ন দেখা নিয়ে কবিতা | স্বপ্ন দেখি কলমে মাওয়া বিনতে কুতুব

স্বপ্ন দেখি
মাওয়া বিনতে কুতুব

এক পথে চলি ও ক্বদম
যদি ও হয় দেরি,,,,
ধৈর্য্য ধরি ও এক চরন্যে
তবো ও স্বপ্ন দেখি ।

অজানা অবাধে প্রবেশ করেছি
লক্ষ্য তরুন প্রেরিয়ে
মানবতার প্রহরে জন্যে সৃষ্ট
মানবকূলে প্রহর শ্রদ্যনীয় ঝুঁকি
এই তো স্বপ্ন দেখি।

আবার ও চাই
এক নফসে রাতের আলো হয়ে
ক্ষিপ্ততা আনিবো অজ্ঞতা সরিয়ে
তবে ও আলো জ্বালাবো জ্ঞানের সরে
তবো ও স্বপ্ন দেখি।

আধার নৈঋতে থাকবো মোরা
আলো ঝড়াবো আমলে উগ্ররা
জাওয়াদ করিবো স্বপ্নতে অদূড়া
তবো ও স্বপ্ন দেখিবো আজ আপ্রা।

দোহ্র সাবলীল কোনটাই হয় না
পৃথিবী অজান্তীক মায়াবী হাওয়া
তরুন্য চল্ললে দেখিবে আকাশ প্রলয়
শিখবে কলমে শিশির কল্ল্যয়
এইতো স্বপ্নের প্রৎময়
তবো ও স্বপ্ন দেখি।

 

কবি পরিচিতি 

স্বপ্ন দেখি
মাওয়া বিনতে কুতুব

নাম: মাওয়া বিনতে কুতুব
চট্টগ্রাম জেলায় চরতী ইউনিয়ন সাতকানিয়া উপজেলায় ২০০৩ সালের ১৮ ই অক্টোবর জন্ম।
পিতা মোহাম্মদ মাওলানা কুতুব উদ্দিন
মাতা: মোছাম্মৎ জয়নাব বেগম,
পড়াশোনা শুরু দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয় এরপাশাপাশি ( চরতী দুরদুরী মোহাম্মদীয়া (সা.) দাখিল মাদ্রাসা এসএসসি দিয়েছিলাম।
উচ্চ মাধ্যমিক আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ।বর্তমানে অধ্যায়নরত চট্টগ্রাম কলেজে ।
চট্টগ্রাম, বাংলাদেশ ।

আরো পড়ুনঃ  গ্রাম কলমে মমতা আক্তার মম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *