প্রিয় বন্ধুুকে নিয়ে কিছু কথা | প্রিয় বন্ধু কলমে মাহী সুলতানা রুমা

প্রিয় বন্ধু
কলমে মাহী সুলতানা রুমা

 

প্রিয় ‘বন্ধু’ শব্দ টি অল্প হলেও এর শক্তি কিন্তু ভালোবাসার থেকে ও বেশী হয় ! ভালোবাসা অল্প দিনের জন্য থাকে হয়তোবা কেউ থাকলে ও মূল্য দেই না । অথবা কেউ হারিয়ে কষ্ট পাই । বন্ধুত্ব হচ্ছে এমন একটা দামি উপহার যা কখনোই কোন কিছুর দারা হার মানে না । প্রকৃত বন্ধুত্ব,, না টাকা দেখে হয় , না কোন চেহারা দেখে হয়, না কোন দোষ দেখে হয়! বন্ধুত্ব জিনিস টি বডো অদ্ভুত!

হয়তো ভালোবাসা থেকে বন্ধুত্ব শেষ্ঠ,,
কিন্তু প্রিয় বন্ধু নামক একটি শান্তিপূর্ণ সম্পর্ক!! টিকিয়ে রাখার মতো কয় জন পারে?
বন্ধুত্ব …
সে তোমার বেস্ট ফেন্ড নয় যারা ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে যাই ..!
সে তোমার বেস্ট ফেন্ড নয়

যে তোমার বিপদে পাশে থাকতে না পারে

সে তোমার বেস্ট ফেন্ড নয়
যে তোমার ভুল গুলো সব সময় দেখে তবে ভুল ধরিয়ে দিতে পারে না ।

সে তোমার বেস্ট ফেন্ড নয়
যে তোমার ভুল গুলোকে ক্ষমা করতে না পেরে তোমাকে ছেড়ে চলে যাই..!!

বেস্ট ফেন্ড তো সেই তোমার সব ভুল গুলোকে ক্ষমা করে তোমার পাশে থাকবে । তোমাকে বোঝার চেষ্টা করবে “তুমি রাগ করলে তার অভিমান ভাঙবে ! এটাই তো একটি বেস্ট ফেন্ড এর দায়িত্ব!

বেস্ট ফেন্ড তো সেই
যে কখনো তোমার বোন হয়ে তোমাকে শাসন করবে , কখনো তোমার মা হয়ে তোমাকে শাসন করবে , কখনো ভাই হয়ে তোমাকে শাসন করবে,

ভূল বুঝে ছেডে যাওয়ার নাম অজুহাত ,,
আর ভুল গুলো ঠিক করে তার পাশে থাকার নাম হচ্ছে বেস্ট ফেন্ড

ডিয়ার বেস্ট ফেন্ড :
তোকে নিয়ে আজকের কিছু লাইন !
পরিবারের পরে যদি আমি কাউকে নিজের থেকে ও ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুই !

আরো পড়ুনঃ  পরিবর্তন কলমে ফারহানা মরিয়ম

আমি জানি হাজার ভুল বোঝা বুঝি র কারনে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাই ,, কিন্তু আমি চাই আমাদের বন্ধুত্ব টা কখনো নষ্ট না করতে ।

কখনো যদি তোকে আঘাত দিয়ে পেলি আমাকে আমার ভুল ধরিয়ে দিয়ে শুধরে নিছ। কখনো ছেডে যাইছ না! আমার জীবনে পরিবারের পর একমাএ সেরা উপহার হচ্ছিস তুই। তুই কখনো আমাকে ছেডে চলে যাইছ না !
যদি এই বন্ধু ত্বের ভালোবাসা মিথ্যা মনে হয় তাহলে পরীক্ষা করে নিছ আমায় ! তবে তোর কাছে আমার একটাই চাওয়া কখনো ভুল বুঝে আমাকে ছেডে যাইছ না !
মানুষ বলে …
সামান্য ভালোবাসা টিকে না,, আবার বন্ধুত্ব টিকে থাকবে ?
আমার ও কিছু মানুষ কে দেখিয়ে দিবো সব বন্দুত্বের বিচ্ছেদ হয় না ..!

কিছু বন্ধুত্ব থেকে যাই ।

আল্লাহ যা চাই তাই হয় !
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বন্ধুত্ব!!
আর সেই বন্ধুত্ব টাকে কখনো ই ছোট করে দেখা উচিত না ।

এই বন্ধুত্ব টা শুরু হয়েছে

আল্লাহ্ এবং মুহাম্মদ (সা) থেকে আল্লাহর একমাএ প্রিয় বন্ধু হচ্ছেন হজরত মুহাম্মদ( সা)।

যেখানে আমাদের রব বন্ধুত্ব প্রথম ঘোষনা দিয়েছেন ,, সেহেতু বন্ধুত্ব কখনোই ছোট হতে পারে না !!

পৃথিবীতে সবচেয়ে দামি কয়েকটি জিনস হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যাই না ।

  • ১/সময় = সময় হারিয়ে গেলে কখনো ফিরে পাওয়া যাই না।
  • ২/ বয়স= বয়স হারিয়ে গেলে তা কখনো ই আর ফিরে আসে না । ইত্যাদি!!
  • ৩/ মৃত্যু= কেউ একবার মরে গেলে সে আর কখনোই ফিরে আসে না । ইত্যাদি!!

 

ঠিক তেমনি আমাদের জীবনে 3 টি জিনিস আসে !

১/ভালোবাসা ২/পরিবার ৩/বন্ধুত্ব !
মিথ্যা ভালোবাসা নিয়ে কিছু লাইন :
ভালোবেসে দোষ কি ছিলো
হয়নি আমি কারো আপন ..!

আপন পর সবাই আমায়
করিবে কি দাফন..!

আরো পড়ুনঃ  মায়ের শূন্যতা বুঝতেই দেয়নি বাবা

মিথ্যা মায়া মনকে করে ,আজ ও হতাশা..!

সব কিছুর পরে আজ ও ভালোবাসার বর্ষা

দুনিয়া টা নয় চিরদিনের..!

তবুও মন থেকে যাই, অল্প সল্প গল্পের মতোন…!

২/ পরিবার আল্লাহর দেওয়া নিজের সবচেয়ে দামি সম্পদ!

৩/বন্ধুত্ব হচ্ছে আল্লাহর দেওয়া সব চেয়ে দামি উপহার । হাজারো ভালোবাসার বিচ্ছেদ হয় । বন্ধুত্বের ও বিচ্ছেদ হয় ।

আমার উক্তি: ভালোবাসা কিংবা বন্ধুত্বে ,, বিশ্বাস থাকাটা যেমন সবচেয়ে জরুরি,,

ঠিক তেমনি যে ভালোবাসার মূল্য দিতে জানে , যে বন্ধুত্বের মূল্য দিতে জানে , সে কখনো ছেড়ে যাই না । হাজার ঝগড়া ঝাটি , মান অভিমান এর পরে ও সব সময় পাশে থাকে । এটাই হলো বন্ধুত্ব কিংবা ভালোবাসা।

আমার দৃষ্টিতে (বন্ধুত্ব টা রিলেশন থেকে ও ভয়ংকর হয় !!)

যেই ভালোবাসা কিংবা বন্ধু ত্বের বিশ্বাস নেই ,,, যে বন্ধু ত্বের কিংবা ভালোবাসাই ভুল গুলো খুঁজে, ছেডে চলে যাই সেটার নাম অভিযোগ !!
ভালোবাসা নয়!!

হাজারো অজুহাত থাকে সম্পর্ক ভাঙ্গার, তারপরেও যে থেকে যাই, সেই প্রকৃত বন্ধু..!!

 

সংক্ষিপ্ত পরিচিতি

প্রিয় বন্ধুুকে নিয়ে কিছু কথা | প্রিয় বন্ধু কলমে মাহী সুলতানা রুমা

নামঃ মাহী সুলতানা রুমা,
বাবার নাম মোঃ জাপরুল ইসলাম,
মায়ের নামঃ রুনা বেগম ,
জন্ম তারিখঃ ১ই নভেম্বর ২০০৮
শিক্ষার্থীঃ দক্ষিণ দেলিয়াই হাসেমিয়া দাখিল মাদ্রাসা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *