বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধের সেই দিনগুলো
বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধের সেই দিনগুলো –মিঠুন মিত্র ১৯৭১ সাল।পূর্বপাকিস্তানে নরপশুদের অত্যাচার। এর ব্যতিক্রম হয়নি তখনকার বরিশাল জেলাও। কী নির্মম, কী নিদারুণ ঘটনা ঘটেছিল তা বললে আজও, বাবার হৃদয় কেঁপে ওঠে। বাবার বয়স তখন ছিল ৭- ৮। আকাশে ঘুড়ি ওড়াতো,হাডুডু খেলত, পাঠাশালায় যেত। এইভাবে দিন অতিবাহিত হতো। একদিন বাবা ও তার বন্ধুরা মিলে বিকেল বেলা […]