ক্ষণস্থায়ী

ক্ষণস্থায়ী
রেজওয়ানা ইসলাম রিমি

নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে যখন মাথা নেড়ে বলেছিলাম,
“না,আমার কিছুই চাইনা”
তখনো তুমি বুঝতে পারোনি আমি তোমার মনোযোগ চাচ্ছিলাম।
উপরন্তু বলেই বসলে,”কিছুই কি চাওনা?”
বললাম,”কিছুই চাইনা”
এবার তো চোখে চোখ রেখে খানিকটা সময় আমাকে বুঝতে দিতে চেয়েছিলাম।
এই ভেবে যে,’ইশশ!একটু যদি বুঝতে?’
তুমি বিরক্তি নিয়ে চোখ সরিয়ে নিলে
জানো?আজ ভাবছি,কিভাবে প্রথম দিনই বলেছিলে,
তোমার সকল ক্লান্তি দূর হয় আমাতে-আমার স্নিগ্ধ শীতল চাহনীতে।
তবে কি সে সব প্রাপ্তি ছিল ক্ষণস্থায়ী?
জীবন আমার ক্ষণস্থায়ী জেনেও,তোমাকে আমার জীবনে চেয়েছিলাম চিরস্থায়ী করে।
তবে কি এই চাওয়াও আমার ক্ষণস্থায়ী?

ক্ষণস্থায়ী কলমে রেজওয়ানা ইসলাম রিমি

 লেখিকা পরিচিতিঃ রেজওয়ানা ইসলাম রিমি। ২০০৬ সালে ১৫ ই নভেম্বর রংপুর শহরের পূর্ব শালবন এ জন্ম। তাঁর পিতাঃ রেজাউল ইসলাম রাজু এবং মাতাঃ সালমা বেগম। তিনি প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল, রংপুর থেকে প্রাথমিক শিক্ষা ও আর.সি.সি.আই পাবলিক স্কুল এ‍্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা এবং বর্তমানে একাদশ শ্রেণিতে একই প্রতিষ্ঠানে অধ‍্যয়নরত। লেখালেখির হাতেখড়ি মাধ্যমিক জীবন থেকেই, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে তবে প্রকাশের উদ্দেশ্যে কিংবা নিয়মিত হতে আগ্রহী দশম শ্রেণি হতে। ইতোমধ‍্যে ইসডোর বুলেটিন,পাতা প্রকাশ এবং মাসিক কুড়ি সাহিত্য পত্রিকা সহ কয়েকটি ম‍্যাগাজিন এবং ই-বুক প্লাটফর্ম বইটই অ‍্যাপ এ বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাপাশি উপস্থাপনা, বিতর্ক, আবৃত্তি ও ছবি আঁকতে ভালোবাসেন। নিজের চিন্তা ধারা এবং বাস্তবতার সমন্বয়ে নিজেকে অনেকদূর এগিয়ে নিতে আশাবাদী।

আরো পড়ুনঃ  তুলনাহীন কলমে রেজওয়ানা ইসলাম রিমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *