বৃষ্টি
আশিক রানা
বৃষ্টি রহমত আল্লাহর
পড়ছে মুষলধারে,
এই থামে এই বাড়ে
ফিরিয়ে দেয় প্রকৃতির সজীবতা।
আরামদায়ক ঠান্ডা
শীতল করে মনটা,
থেমে যায় সব কাজ
চারদিকে নীরবতা।
ছাতা নিয়ে ছুটছে সবাই
কেউবা নিরুপায়,
কেউবা ভিজছে হেথায়
কেউবা মাথায় দিয়ে কিছু একটা।
গড় গড় মেঘের আওয়াজ
মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়,
চারদিকে অন্দকার ভাব
দিনরাত একাকার সবটাই।
নদীতে বাড়ছে পানি
জেলেরা মাছ ধরছে কাড়ি কাড়ি,
ভিজা ফসলের মাঠ
কৃষকের মুখে হাসি।
জন্মাবে পরিপুষ্ট শাকসবজি
দূর হবে অভাবের গ্লানি,
পরিস্কার হবে রাস্তাঘাট
রোগজীবাণু নিপাত যাক।