শহর নিয়ে কবিতা | এই শহরে কলমে উমাইরা নাবিহা

এই শহরে
উমাইরা নাবিহা

মায়ার বাঁধন ছিন্ন করে
অজস্র স্মৃতি পেছনে ছেড়ে,
এক নতুন ভুবনে পা দিয়েই
হারিয়ে যাওয়া ব্যস্ত শহরে!

স্বপ্ন পানে ছুটছি অবিরাম
নিত্যদিনই ঝরছে গায়ের ঘাম,
রোজ বিহানে ঝাপিয়ে পড়া মাঠে
চলছে ভালোই কঠিন জীবন সংগ্রাম।

নেই তো সময় একটু জিরোবার
পাই না তো আজ সুরভী হাসনাহেনার,
মন মাতে না টগর-বেলীর গন্ধে
ফুরসতই নেই স্মৃতি হাঁতড়ে দেখার।

এই শহরে নেই তো মায়া
নেই তো কোনো গাছের ছায়া,
ইট পাথরের মতোই সবার
ভালোবাসায় দেয়াল দেয়া!কি 

 

পরিচিতিঃ

লেখিকাঃ উমাইরা নাবিহা
ঠিকানাঃ বড় মিয়াজী পাড়া,আধুনগর,লোহাগাড়া,চট্টগ্রাম।
প্রতিষ্ঠানঃদারুল উলুম কামিল মাদরাসা
শ্রেণীঃআলিম ১ম বর্ষ

আরো পড়ুনঃ  বাবু-সাব কলমে নাঈম ইসলাম বাঙালি

3 thoughts on “শহর নিয়ে কবিতা | এই শহরে কলমে উমাইরা নাবিহা”

    1. মাশাআল্লাহ মাশাআল্লাহ ! অসাধারণ লেখনী ।
      বারাকাল্লাহু ফিক !! 💙💙

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *