মায়ের কাছে চিঠি

মা, শব্দ টি এতো ছোট্ট!  অবাক হওয়ার মতো। কিন্তু মায়ের হাজারটা প্রশংসা করলেও যেন কমতি থেকে যায় এমন মনে হয়। যাই হোক, মায়ের কাছে চিঠি লেখেছেন এক হতভাগা সন্তান। আমাদের হয়তো পড়ার সৌভাগ্য হলো। চাইলে আমরাও লেখতে পারি, কিন্তু আমাদের লজ্জা লাগে, আবার এমন অনেকেই আছে যার মা পড়াশোনা জানে না। তবে আমি বা আপনি যেই যত কিছুই বলি না কেন?..  মায়ের প্রতি আমাদের আলাদা একটি টান থাকে।  যা আমরা সহজে আমাদের মা-বাবাকে বুঝতে দেই না। আসলে ভালোবাসা গুলো আমরা প্রকাশ করি না। আমার আমা আমার সামনে হয়তো অন্যকারো প্রসংশা করতে পারে। কিন্তু অন্যদের কাছে আমার মা আমাকে নিয়ে গর্ব বোধ করেন। মায়ের কাছে চিঠি টি আপনার ভালো লাগবল আশা করি।

মায়ের কাছে চিঠি

 

ওগো মা,
মাগো কেমন আছো আমার ছালাম ও ভালোবাসা নিও। কাল রাতে তোমাকে সব স্বপ্নে দেখে চমকে উঠলাম, এই কদিনে শরীরের কি হাল হয়েছে !!আজ রোজা মাত্র সাতটা হয়তো ঠিক মত আহার নিদ্রা হয় না শুধু শুধু আমার জন্য চিন্তা করোনা । কোন সমস্যা হলে তোমাকে অবশ্যই পত্র লিখবো এখানে বেশ ভালো আছি তবে একটু বেশি গরম । আকাশ ছোঁয়া চারদেয়ালের মধ্যে বিদ্যুৎ চলে গেলে একটু হাঁপাতে থাকি আর তোমার হাতে নকশি করা ফুল তোলা হাত পাখার বাতাসে শরীর জুড়াই। মাগো আর ক’দিন পরেইতো রোজার ঈদ তাই তোমার জন্য একটা জায়নামাজ একটা টাংগালের তাঁতের শাড়ি একজোড়া নরম তুলতুলে চটি ও একটা টর্চলাইট একটা মশারি কিনে রেখেছি। মনে করে আরও কিছু কিনব এ সপ্তাহে বাড়ি আসতে পারি নাই ফ্যাক্টরিতে আগুন লেগে মালিকের অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেল। কয়েকজন কর্মচারী মারাত্মক আহত হয়েছে। তোমার দোয়ায় আমার কোন সমস্যা হয় নাই। কোন চিন্তা করোনা মাগো গরীবের সহায় আল্লাহ। স্বাস্থ্যের প্রতি যত্ন নিও আর টুনটুনিকে নামাজ পড়তে বলিও। পরিশেষে আর একটা কথা মা — ও- মা- টুনটুনি‌র বাবা মায়ের সঙ্গে ফাইনাল কথা বলে বিয়ের দিন তারিখটা ঠিক করে রাখিও।

আরো পড়ুনঃ  বিদায় ক্ষণে কলমে টিটু দাশ

ইতি
তোমার চোখের মনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *