বাঙালি
হুমায়রা হক সুমি
বাঙালি লড়তে জানে বাঁচতে জানে
পরাজয় মানে না,
জীবনের স্বপ্ন দেখে স্বপ্ন বুনে
পিছনে তাকায় না।
গভীর সমুদ্রে জেগে উঠে বলে,
আমি তলিয়ে যাইনি,
বাঙালির স্বপ্ন আমরা পারিব করিতে বিশ্বজয়।
বাঙালি সইতে পারে না অপমান,
বাঁচতে চায় বীরের মতো,
নত হয়ে নয়,
বাঙালি জাতি মানে না পরাজয়।
এক আদেশে জাতি জেগে উঠে বলে,
আমরা পারিব করিতে বিশ্বজয়।