শিরোনামহীন অণুগল্প | তাবাসসুম রাফিয়া

শিরোনামহীন
তাবাসসুম রাফিয়া

মানুষ কত সহজেই নাই হয়ে যায়!!
গত রমজানে যারা ছিল আজ তাদের মধ্যে অনেকে নেই।কেউ কাছে নেই, কেউ বা দুনিয়াতেই নেই।কারো বাসার ৪ চেয়ারের ভরপুর টেবিলের একটা চেয়ার দিব্যি খালি পড়ে আছে। কারো বাসায় সকালবেলা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসা মানুষটা আর নেই।কারো কারো হাতের সুস্বাদু খাবারের স্বাদ আর পাওয়া যায় না।

কারো হারিয়েছে সন্তান,কেউ হয়েছে অভিভাবকহীন আর কেউ হয়েছে সঙ্গীহীন। কেউ বলতে পারে না এইযে এখন এই মুহূর্তে পাশে বসে থাকা মানুষটা কত অনিশ্চিত।

প্রিয়জনদের চলে যাওয়ার শোক একদিন প্রত্যক্ষ করতে হবে জেনেও কেউ সেই চলে যাওয়াটা সহজে মেনে নিতে পারে না। বাবা-মা সারাজীবন সবার সাথে থাকবে না জেনেও যে বাবা-মা হারালো সে মেনে নিতে পারে না তাদের অনুপস্থিতি।

মন বলে, যারা এবছর সাথে নেই তাদের চলে যাওয়ার খবর যদি একটুও টের পেতাম তাহলে হয়তো তাদের সাথে সময় একটু বেশি কাটাতাম আর এখন সাথে আছে যারা, তাদের মধ্যে কে চিরদিনের জন্য নাই হয়ে যাবে রব ভালো জানেন।

তাই এই অনিশ্চিত জীবনে যাদের সাথে সম্পর্কের উঠা নামা চলছে তাদের সঙ্গে সম্পর্কটা ভালো করে নেওয়া উচিৎ আর যাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদেরকে আরেকটু সময় দেওয়া উচিৎ। কে জানে!! কাল হয়তো সে থাকবে না কিংবা আমি।

মানুষ হারিয়ে যায় কিন্তু আফসোস থেকে যায়।

আরো পড়ুনঃ  হুলাইন কলেজের আনোয়ারী স্যার কলমে আয়েশা সিদ্দিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *