বাংলা নববর্ষ
শাহজালাল সুজন
বছর ঘুরে এলো আবার
নববর্ষের দিন,
শুভ্র মেঘে ভেসে বেড়ায়
সমীরণে বীণ।
বাঙালি তাই আপন মনে
হরেক সাজে রয়,
নববর্ষের এই দিনেতে
খুশির জোয়ার বয়।
বাংলার ঘরে ছড়িয়ে যায়
পিঠা পুলির ঘ্রাণ,
উৎসবমুখর পরিবেশে
জুড়ায় আঁখি প্রাণ।
বৈশাখ মাসে প্রথম দিনে
বাউল আসর হয়,
ঐতিহ্যটা দেশ বাংলাতে
করে আলোকময়।
সাদামাটা পোশাক পরে
গায় বৈশাখী গান,
বিশ্ব মাঝে তাই তো সেরা
আমার দেশের মান।
কবিতা- নববর্ষ
কলমে – সুষমা রায়
নতুন বছরের নতুন দিন,
কাটুক সবার ভালো ।
অন্ধকার মুছে যাক,
ফুটুক খুশির আলো।
দুপুরে ভুঁড়িভোজ, নতুন জামা,
হালখাতা আর মিষ্টিমুখ।
এইটুকু বাচ্চা বুড়োর বাড়তি সুখ।
ধুতি পাঞ্জাবি আর আটপৌরে শাড়ি,
হাতপাখা আর লোকসংগীত
বাঙালির নিজস্ব সংস্কৃতি।
নতুন বছরে আগমন হোক,
যা কিছু শুভ।
বিদায় নিক বর্বরতা, অনাচার
আর যা কিছু অশুভ।
এসো নিই শপথ-
নতুন দিনে নতুন দেশ গড়বো,
দীন- দরিদ্রের পাশে রইব।
অন্নহীনে অন্ন দেবো
প্রকৃত মানুষ হয়ে
মানুষের পাশে দাঁড়াবো।।
নববর্ষ
দেবার্পণ শিথি রায়
একটি বছর পরে আবার
১৪ই এপ্রিল এলো,
ঘরে ঘরে পান্তা ইলিশ
মিষ্টি ভরে গেল।
আমার মনে ইচ্ছে আছে
খাবোই ইলিশ ভাজা,
সবাই মিলে খেলে পরে
লাগবে আরও মজা।
এমন দিনে বোনকে দিবো
হলুদ রঙের শাড়ি,
ইচ্ছে আছে মাকে দিবো
সুন্দর সুন্দর হাড়ি।
দুপুর বেলা সবাই মিলে
মজার মজার খাবো,
খেতে খেতে গল্প করে
অনেক মজা পাবো।
বিকাল বেলা ঘুরতে যাবো
ভৈরব নদীর তীরে,
ভৈরব নদীর কাছে এলেই
মনটা সবার কাড়ে।
রাতের বেলা খেতেই হবে
ফুচকা,পাপড়, পুরি,
তারপর আমি গুণতে বসবো
আমার সকল চুড়ি।
এমনি করেই কাটবে আমার
শুভ নববর্ষ,
আশা রাখি কাটবে বিষাদ
আসবে ফিরে হর্ষ।
নববর্ষ
শাশ্বত বোস
নতুন বর্ষ, দেদার হর্ষ, প্রাণের আগায় রবির আলো।
বেল জুঁই আর গন্ধরাজে, নতুন সুধার আতর ঢালো।
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে, বিদেশ হতে এলেম চলে,
বর্ষকালীন দুঃখ গ্লানি, পশ্চিমাতে পড়ল ঢলে।
বঙ্গজীবন ছন্দ পেল, হালখাতা আর আলিঙ্গনে,
গন্ধবিহীন সূর্যমুখী, উজ্জ্বল তার ভদ্রাসনে।
নববর্ষের প্রতি
মনোরঞ্জন ঘোষাল
এবারে একটু অন্য ভাবে ভাববো তোমাকে নিয়ে
একটু অন্য আশা একটু নতুন প্রত্যাশা।
রঙিন বসন্তের মত সাদাকালো জীবনে
রঙের বর্ষণ ঝরিয়ে দিও।
সব না পাওয়াগুলো পাইয়ে দিও এক সঙ্গে
ভরিয়ে দিও মন আনন্দে খুশিতে।
বদলে দিও মন ফুলের মতো কোমল করে
রূপে গন্ধে মাতিয়ে তোলে যেন সবাইকে।
জানি তুমি বধির নও
তবে বধির সেজোনা যেন!
বাংলা নববর্ষ
নাজমুন নাহার
ঈদ আমেজটা না কাটিতে
নববর্ষের দিন,
দোরগোড়াতে এসে বাজায়
সম্প্রীতিরই বীণ।
বর্ষ বিদায় মন খারাপের
কাটে যখন ক্ষণ,
নতুন বছর বরণে হয়
উৎফুল্ল সব মন।
লাল সাদা পাড় শাড়ি পরে
ললনারা যায়,
হাস্য চিত্তে দেশ-বরণের
গীতটা সবাই গায়।
মেলায় মেলায় ঘুরে সবাই
নানান জিনিস ক্রয়,
মুড়ি মুড়কী তিলের খাজা
বেলুন পুতুল লয়।
নাগরদোলায় চড়ে তারা
দিন করে যে পার,
আসুক ফিরে বাংলা বর্ষ
বাংলাতে বার-বার।