প্রবিষ্টের অপেক্ষা
স্ব নয়নে নিজের ম্লান মুখটা দেখার সুযোগ হলে আমি এ মহৎ কর্মের সমাপ্তি টানতে আকুল হয়ে থাকতাম। ক্লান্ত-শ্রান্ত, বিষন্ন একখানা মুখের মধ্যে কি এক ভয়ংকর সৌন্দর্য লুকিয়ে আছে! জোছনার আলোতে কোনো প্রেমিকের প্রেমে মাতোয়ারা হই নি বলেই আমি নিজের সৌন্দর্য ব্যাক্ত করছি।
ভয়ংকর সৌন্দর্য মুখখানা নিয়ে প্রেমিকের প্রেমের গহীনে প্রবিষ্ট করার জন্য সাঁঝবেলায় অপেক্ষা করবো। যদি মার্তন্ডের সম্মুখে দাড়িয়ে অপেক্ষা করতে হয়,তবে তাও করবো। মার্তন্ডের উত্তাপ আমার হৃদপিণ্ডে পুড়ে যাক, তবে ফিরে আসার পূর্বমুহূর্ত অব্দি অপেক্ষার প্রহর যেনো শেষ না হয়।
যদি প্রভাত শেষেও ফিরে আসো।